Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ৫, ২০২৪

বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়েও ফিরতি ম্যাচে কার্লসেনের কাছে হার প্রজ্ঞানন্দর

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়েও ফিরতি ম্যাচে কার্লসেনের কাছে হার প্রজ্ঞানন্দর

নরওয়ে দাবায় একের পর এক চমক দেখিয়েই চলেছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ। বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারানোর পর জয় তুলে নিয়েছিলেন বিশ্বের ২ নম্বর ফ্যাবিয়ানো কারুয়ানার বিরুদ্ধে। বিশ্ব চ্যাম্পিয়ন চীনের ডিং লিরেনকে হারিয়ে চমক দিয়েছিলেন।প্রজ্ঞানন্দ। তবে ফিরতি ম্যাচে ম্যাগনাস কার্লসেনের কাছে হারতে হল। প্রজ্ঞানন্দকে হারিয়ে আগের পরাজয়ের মধুর প্রতিশোধ নিলেন বিশ্বের এক নম্বর দাবাড়ু।

সম্প্রতি ডিং লিরেন খুব একটা ভালো ছন্দে নেই। সেই সুযোগটাই দারুণভাবে কাজে লাগিয়েছিলেন প্রজ্ঞানন্দ। ক্ল্যাসিক্যাল গেম ড্র করার পর আর্মাগেডনে জয় তুলে নেন প্রজ্ঞানন্দ। টাইব্রেকারে শুরুর দিকে কিছুটা এগিয়েছিলেন ডিং লিরেন। কিন্তু দারুণভাবে খেলায় ফিরে এসে জয় তুলে নেন প্রজ্ঞানন্দ। আগের ম্যাচে হিকারু নাকামুরার কাছে হেরে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর তারকা ম্যাগনাস কার্লসেন। অষ্টম রাউন্ডে প্রজ্ঞানন্দর বিরুদ্ধে দারুণ জয় তুলে নিলেন। ক্ল্যাসিক্যাল খেলায় ড্র হলেও আর্মাগেডনে জয় ছিনিয়ে নেন কার্লসেন। ১৪.৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন ম্যাগনাস কার্লসেন। ১২ পয়েন্টে তৃতীয় স্থানে প্রজ্ঞানন্দ।

প্রজ্ঞানন্দের হারের দিনে তাঁর দিদি আর বৈশালী অবশ্য জয় পেয়েছেন। পরপর দুটি গেম হারের পর জয় পেলেন বৈশালী। আর্মাগেডনে তিনি হারিয়েছেন আন্না মুজিচুককে। আগের রাউন্ডে ভারতীয় গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পির কাছে হেরেছিলেন বৈশালী। ১১.৫ পয়েন্ট পেয়ে তিন নম্বরে রয়েছেন বৈশালী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!