Advertisement
  • দে । শ
  • অক্টোবর ২৯, ২০২৪

রক্তদানে সৌহার্দ্যের বার্তা, মিলল দুই যুযুধান প্রতিপক্ষ

আরম্ভ ওয়েব ডেস্ক
রক্তদানে সৌহার্দ্যের বার্তা, মিলল দুই যুযুধান প্রতিপক্ষ

ঐক্যের দৃষ্টান্ত মন্তেশ্বরে। মন্তেশ্বরের মাঝেরগ্রাম পঞ্চায়েতের ধান্যখেড়ুর গ্রামে বিজয়া সম্মিলনী উপলক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন এলাকার তৃণমূল নেতৃত্ব। সেই শিবিরে হাজির হয়ে রক্ত দিলেন এলাকারই বাসিন্দা তথা বিজেপির জেলা কমিটির সদস্য প্রদীপ রায়। বললেন, ‘রক্তদান শিবির হল দল-মতের ঊর্ধ্বের ব্যাপার। মানবিকতার ডাকে সাড়া দিতে রাজনীতি সরিয়ে রক্তদান করতে পেরে ভাল লাগছে।’ প্রদীপবাবুকে স্বাগত জানান শিবিরের আয়োজক পঞ্চায়েতের উপপ্রধান বিপুল রায়, পঞ্চায়েত সদস্য সুমন্ত রায়রা।

রবীন্দ্রনাথের লেখা কীভাবে পড়ব? লেখককে সরিয়ে লেখাটাকে গুরুত্ব দেওয়া কেন দরকার? লেখার বাঁকে বাঁকে যে ধ্বনি রয়েছে, তা শনাক্ত করে লেখার অভিমুখ কীভাবে সূচিত করতে হবে? এইসব বিষয়ে আলোকপাত করলেন রাজ্যের প্রথম সারির রবীন্দ্র বিশেষজ্ঞ তথা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক শিবব্রত চ্যাটার্জি। শহরের রবীন্দ্র ভবনে আয়োজিত আলোচনাটির আয়োজক কাটোয়া রবীন্দ্র পরিষদ। ছিলেন পরিষদের সম্পাদক তুষার পণ্ডিত, সহ-সম্পাদক কৌশিক মুখোপাধ্যায়, কোষাধ্যক্ষ শ্রীমন্ত মজুমদাররা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!