Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ৬, ২০২২

ইউএস ওপেন থেকে বিদায় নিয়ে অবসরের ইঙ্গিত রাফায়েল নাদালের!

সেরেনা উইলিয়ামস, ড্যানিল মেদভেদেভ, এমা রাদুকানুর মতো বিশ্বের সেরা টেনিস তারকারা আগেই প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। এবার বিদায় নিলেন রাফায়েল নাদাল।

আরম্ভ ওয়েব ডেস্ক
ইউএস ওপেন থেকে বিদায় নিয়ে অবসরের ইঙ্গিত রাফায়েল নাদালের!

চিত্র সংগৃহীত

ইউএস ওপেনে অঘটন ঘটেই চলেছে। সেরেনা উইলিয়ামস, ড্যানিল মেদভেদেভ, এমা রাদুকানুর মতো বিশ্বের সেরা টেনিস তারকারা আগেই প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। এবার বিদায় নিলেন রাফায়েল নাদাল। ইউএস ওপেনের প্রি–কোয়ার্টার ফাইনালে নাদালকে হারালেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রান্সে টিয়াফো। ম্যাচের ফল ৬–৪, ৪–৬, ৬–৪, ৬–৩। ইউএস ওপেন থেকে বিদায় নিয়ে অবসরের ইঙ্গিত দিয়ে গেলেন নাদাল।

এদিন শুরুতেই অঘটনের ইঙ্গিত দিয়েছিলেন ফ্রান্সে টিয়াফো। প্রথম সেটেই দুর্দান্ত জয় তুলে নেন। দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান রাফায়েল নাদাল। ৬-৪ ব্যাবধানে জিতে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন। নাদালভক্তরা মনে করেছিলেন, তৃতীয় সেট জিতে ম্যাচের রাশ হাতে তুলে নেবেন নাদাল। কিন্তু ঘটল উল্টোটাই। তৃতীয় সেটে স্প্যানিশ মহানক্ষত্র পরাজিত হন ৪-৬ ব্যবঘানে। চতুর্থ সেটে ম্যাচে সমতা ফিরিয়ে আনার সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেননি ক্লে কোর্টের রাজা। তৃতীয় সেটটি টিয়াফো জেতেন ৬–৩ ব্যবধানে।

ম্যাচের পর নাদাল বলেন, ‘‌টিয়াফো আমার থেকে অনেক ভাল খেলেছে। টেনিস খেলাটা পজিশনের ওপর নির্ভর করে। খেলোয়াড়কে খুব দ্রুত নড়াচড়া করতে হয় কোর্টে। কিন্তু আজ আমি আমার প্রতিপক্ষের বিরুদ্ধে বেশি কিছু করতে পারিনি। ভাল অনুশীলন করলেও প্রতিযোগিতা শুরু হতেই আমার খেলার মান পড়ে যায়। বিগত কয়েকটা মাস অনেক কিছু বদলে গিয়েছে। এই সব নিয়ে অজুহাত দিয়ে কোনও লাভ নেই। আমার থেকে ভাল একজনের কাছে আমি আজ হেরেছি। তাই আমাকে বাড়ি ফেরার বিমান ধরতে হচ্ছে। জানি না আবার কবে কোর্টে ফিরতে পারব। টেনিস ছাড়াও আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। ’‌


❤ Support Us
error: Content is protected !!