Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ১৪, ২০২৪

‌উইম্বলডনে নেই নাদাল, আলকারাজের সঙ্গে জুটি বেঁধে খেলবেন অলিম্পিকে

আরম্ভ ওয়েব ডেস্ক
‌উইম্বলডনে নেই নাদাল, আলকারাজের সঙ্গে জুটি বেঁধে খেলবেন অলিম্পিকে

এবছর উইম্বলডনে খেলবেন না দু’‌বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। বৃহস্পতিবার উইম্বলডন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান বর্ষীয়ান এই ফরাসি টেনিস তারকা। প্যারিস অলিম্পিকের প্রস্তুতির জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। অলিম্পিকে তিনি কার্লোস আলকারাজের সঙ্গে জুটি বেঁধে ডাবলস খেলবেন। এই দুই ফরাসি টেনিস তারকা আগে কখনও একসঙ্গে ডাবলস খেলেননি।
বুধবার স্প্যানিশ টেনিস ফেডারেশন ২০২৪ অলিম্পিকের জন্য টেনিস দল ঘোষণা করেছে। ২৭ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত টেনিস প্রতিযোগিতা হবে। দেশের মাটিতে অলিম্পিকে পদক জেতার স্বপ্ন দেখছেন নাদাল। তাই অলিম্পিকের প্রস্তুতিতে জোর দিতে চান। সেই কারণেই উইম্বলডন থেকে সরে দাঁড়ালেন। ১ জুলাই থেকে বিশ্বের ঐতিহ্যবাহী প্রতিযোগিতা উইম্বলডন শুরু হবে। উইম্বলডন থেকে সরে দাঁড়ালেও অলিম্পিকের প্রস্তুতির জন্য সুইডেনে একটা ক্লে কোর্টের প্রতিযোগিতায় খেলবেন।
বিশ্বের দুই নম্বর তারকা কার্লোস আলকারাজ গত সপ্তাহে তাঁর প্রথম ফ্রেঞ্চ ওপেন খেতাব জিজেছেন। অন্যদিকে, আলেকজান্ডার জেরেভের কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন নাদাল। বর্তমানে তিনি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২৬৪ নম্বরে রয়েছেন। অলিম্পিকে সিঙ্গলস ছাড়া ডাবলসেও দুজনে দেশের হয়ে কোর্টে নামবেন।
আলকারাজা, নাদাল ছাড়াও স্পেনের পুরুষ দলে রয়েছেন আলেজান্দ্রো ডেভিডোভিচ ফোকিনা, পাবলো ক্যারেনো বুস্তা এবং মার্সেল গ্রানোলার। মহিলাদের দলে রয়েছেন সারা সোরিবেস, ক্রিস্টিনা বুকসা, পাওলা বাদোসা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!