Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ৫, ২০২৪

‌কোর্টে ফেরা বিলম্বিত, মন্টে কার্লো থেকে নাম প্রত্যাহার রাফায়েল নাদালের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌কোর্টে ফেরা বিলম্বিত, মন্টে কার্লো থেকে নাম প্রত্যাহার রাফায়েল নাদালের

সামনেই ফ্রেঞ্চ ওপেন। সম্ভবত এবছরই জীবনের শেষবার ফ্রেঞ্চ ওপেনে নামবেন। তার আগে প্রস্তুতি হিসেবে খেলতে চায়েছিলেন মন্টে কার্লো মাস্টার্স টেনিস প্রতিযোগিতা। কিন্তু সেই ইচ্ছে পূরণ হল না রাফায়েল নাদালের। পুরো ফিট না হওয়ায় মন্টে কার্লো থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রাফায়েল নাদাল। সোশ্যাল মিডিয়ায় নিজেকে সরিয়ে নেওয়ার খবর জানিয়েছেন এই স্প্যানিশ টেনিস তারকা।
সোশ্যাল মিডিয়ায় নাদাল লিখেছেন, ‘‌দুর্ভাগ্যজনকভাবে সকলকে জানাচ্ছি, মন্টে কার্লোতে খেলতে যাচ্ছি না। শরীর আমাকে খেলার অনুমতি দিচ্ছে না। এমনকি যদি আমি কঠোর পরিশ্রম করি এবং আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করি, তবুও কোর্টে নামতে পারব না। এটাই বাস্তব সত্য। এই ইভেন্টগুলি খেলতে না পারাটা আমার পক্ষে কতটা কঠিন, তা বলে বোঝাতে পারব না।’‌
চোটের জন্য গত মরশুমের প্রায় পুরো সময়টা কোর্টের বাইরে ছিলেন নাদাল। চোট সারিয়ে এবছর কোর্টে ফিরেছিলেন। কিন্ত জানুয়ারিতে ব্রিসবেন ইন্টারন্যাশনাল খেলার সময় আবার চোট পান ২২টি গ্র‌্যান্ডস্লাম জয়ী এই টেনিস তারকা। অনেকেই ভেবেছিলেন ফ্রেঞ্চ ওপেনের আগে মন্টে কার্লো এটিপি টুর্নামেন্ট দিয়ে আবার কোর্টে প্রত্যাবর্তন করবেন। কিন্তু সেটা সম্ভব হল না।
ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করার আগে গতমাসে লাস ভেগাসে এক প্রদর্শনী ম্যাচে কার্লোস আলকারাজের কাছে হেরে যান নাদাল। এই প্রদর্শনী ম্যাচ খেলার আগে তিনি মন্টে কার্লোতে  ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ক্লে কোর্ট বিশেষজ্ঞ রাফায়েল নাদাল এটিপি র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ৬৪৬ নম্বরে নেমে এসেছেন। মোট ১১ বার মন্টে কার্লো খেতাব জিতেছেন রাফায়েল নাদাল। শেষবার জিতেছিলেন ২০১৮ সালে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!