Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মে ৪, ২০২৩

সুপ্রিয়াকে রাহুলের ফোন। এনসিপি শীর্ষে পাওয়ার কন্যা, পাল্লা ভারি বারমতীর সাংসদের

আরম্ভ ওয়েব ডেস্ক
সুপ্রিয়াকে রাহুলের ফোন। এনসিপি শীর্ষে পাওয়ার কন্যা, পাল্লা ভারি বারমতীর সাংসদের

এনসিপির পরিচালন ভার কার আগামী দিনে হাতে তা নিয়ে দলের অভ্যন্তরে জল্পনা-কল্পনা অব্যাহত। বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী সুপ্রিয়া সুলের সঙ্গে কথা বলেছেন। সংবাদ সংস্থার খবর, প্রবীণ নেতার আচমকা পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে বারামতীর সাংসদের সঙ্গে রাজীবপুত্রের আলোচনা হয়েছে। বিষয়টি জানাজানি হতেই ন্যাশনালিষ্ট কংগ্রেস পার্টিতে পাওয়ার কন্যার শীর্ষস্থানীয় পদে আসীন হওয়ার সম্ভাবনা আরো জোরালো হয়ে উঠছে। বিজেপি ‘ঘনিষ্ঠ’ ভাইপো অজিত পাওয়ার ও তার অনুগামীরা অবশ্য এব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।

পাওয়ারের পরবর্তী যুগে দলের কাণ্ডারী কে হবেন তা নিয়ে এনসিপির মধ্যেই অনিশ্চয়তা তুঙ্গে। রাজ্যে হোক বা দেশে নিজেদের বিজেপি বিরোধী অবস্থানকে জোরালোভাবে তুলে ধরতে চায় দল। এক্ষেত্রে পাওয়ার কন্যা সুপ্রিয়া সুলের নাম নিয়ে দলীয় নেতাদের একাংশ বিচার-বিবেচনা করে দেখেছেন। মঙ্গলবার প্রবীণ নেতার পদত্যাগের ঘোষনার পর দিনই তার সঙ্গে দেখা করেন, দলের আর এক নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ছগন ভুজবল। সেখান থেকে বেরিয়ে দলের সম্ভাব্য সর্বভারতীয় সভাপতি রূপে সুপ্রিয়া সুলের নাম উল্লেখ করেন তিনি। মহারাষ্ট্রে দলের  সাংগঠনিক দায়িত্ব সামলাবেন অজিত পাওয়ার।

জাতীয় রাজনীতিতে নিজেদের বিজেপি বিরোধী অবস্থান অটুট রাখতে চায় জাতীয়তাবাদী কংগ্রেস দল বা এনসিপি। কিন্তু পাওয়ারের আচমকা  পদত্যাগের ঘোষনায় দলের সে ভাবনায় খানিকটা চিড় ধরেছে। স্থানীয় রাজনৈতিক মহলের অনুমান, অজিতকে দায়িত্ব দিতে পারেন প্রবীণ নেতা। কিন্তু  বিজেপির সঙ্গে ভাইপোর সুসম্পর্ক  সে সম্ভাবনাকে লঘু করে দিয়েছে।বারামতী সাংসদ সুপ্রিয়া  সুলে পোড় খাওয়া রাজনীতিবিদ। গেরুয়াকরণের রাজনীতির বিরুদ্ধে বরাবরই সরব।পাওয়ার কন্যার বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বর বিরোধী রাজনীতিতে এনসিপিকে আরো শক্তিশালী করে তুলবে বলে অনেকের ধারণা। কিন্তু প্রশ্ন হল পাওয়ার ইস্তফা দেবেনই তা চূড়ান্ত নয়।অজিত পাওয়ার ইতিমধ্যে জানিয়েছেন তিনি এ বিষয়ে কয়েকদিন ভাবনা-চিন্তা করে  পরে নিজের সিদ্ধান্তের কথা জানাবেন। এমন তত্ত্বও উঠে আসছে যে, মঙ্গলনবারের ঘোষণা পাওয়ারের একটি কৌশল মাত্র।  দলীয় কর্মীদের আনুগত্য সুনিশ্চিত করতেই এমন পদক্ষেপ গ্রহণ  করেছেন শরদ। তাই সুপ্রিয়া পরবর্তী সভাপতি রূপে যোগ্য দাবিদার সন্দেহ নেই। তবে প্রাক্তন কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর চূড়ান্ত ভাবে কিছু না জানালে এ ব্যাপারে আগাম কোনো কিছু বলা কার্যত অসম্ভব।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!