- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ১৯, ২০২৩
জলের তলায় ক্লাস, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে স্কুবা ডাইভিং এ মজেছেন ভারতীয় দলের হেড স্যার
এই মুহূর্তে পুরোদমে চলছে আইপিএল। জাতীয় দলের কোনও খেলা নেই। ৭ জুন থেকে আবার আইসিসি–র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারতীয় দলের প্রায় সব খেলোয়াড়ই আইপিএল খেলতে ব্যস্ত। আর ছুটি কাটানোর জন্য এটাই সেরা সময় রাহুল দ্রাবিড়ের কাছে। পরিবার নিয়ে ছুটি কাটাতে মালদ্বীপ পৌঁছে গেছেন ভারতীয় দলের হেড কোচ। আর মালদ্বীপে ছুটি কাটানোর ফাঁকেই চেষ্টা করছেন স্কুবা ডাইভিং রপ্ত করার।
সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দারুণ ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে রাহুল দ্রাবিড়কে পরিবারের সঙ্গে ডাইভিং উপভোগ করতে দেখা গেছে। এই ভিডিওটি শেয়ার করেছেন ভিজে নিখিল চিনাপ্পা। ভিডিও শেয়ার করার সময় তিনি দ্রাবিড়কে ইন্দিরা নগরের গুন্ডা বলে বর্ণনা করেছেন। ইনস্টাগ্রামে রাহুল দ্রাবিড়ের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করা হয়েছে, তার ক্যাপশনে নিখিল চিনাপ্পা লিখেছেন, ‘ইন্দিরা নগরের গুন্ডা জলের নিচে নতুন জিনিস শেখার চেষ্টা করছেন। দ্য ওয়াল জলের নিচে তাঁর পরিবারের সঙ্গে ডাইভিং উপভোগ করছেন। নতুন জিনিস শেখার আগ্রহ তাঁকে একজন ক্রিকেটার হিসেবে ভাল ডুবুরি করে তুলবে।’
Spent the past few days scuba diving with #RahulDravid and the #FleetfootAdventures team. We’re honoured he trusted us – a local Bangalore dive company with his family’s safety. He (and his family) are now certified PADI Open Water Divers! https://t.co/9KpOQuPe9G #DiveDiary pic.twitter.com/IK0om1Td5E
— Nikhil Chinapa (@nikhilchinapa) April 7, 2023
তাঁর ক্রিকেটীয় দিনগুলির মতো স্কুবা ডাইভিংয়ের দক্ষতা অর্জনের জন্য রাহুল দ্রাবিড় দারুণ আগ্রহ দেখিয়েছিলেন, যা ভিডিওগুলিতে দেখা গেছে। তবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগে রাহুল দ্রাবিড়কে জলের নিচে বেশ শান্ত দেখাচ্ছিল। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল রাহুল দ্রাবিড়ের কাছে বড়ো পরীক্ষা। গত বছর ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে। এবছর সামনে অস্ট্রেলিয়া। আইসিসি ট্রফির খরা কাটানোর চেষ্টা করবে রোহিত। এখন দেখার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বাজিমাত করতে পারে।
❤ Support Us