Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ৪, ২০২৪

আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ওপেনিংয়ে রোহিত–কোহলি, খোলসা করলেন দ্রাবিড়

আরম্ভ ওয়েব ডেস্ক
আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ওপেনিংয়ে রোহিত–কোহলি, খোলসা করলেন দ্রাবিড়

বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপ অভিযানে নামছে ভারত। আইসিসি–র ট্রফিতে দীর্ঘদিন সাফল্য নেই। এবার কী খরা কাটাতে পারবেন রোহিত শর্মারা?‌ গত বছর একদিনের বিশ্বকাপে দুরন্ত খেলেও ফাইনালে শেষরক্ষা হয়নি। অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল। এবার মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপে মাঠে নামার আগে ২০২৩ একদিনের বিশ্বকাপের কথা উঠে এল ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের মুখে।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে রাহুল দ্রাবিড় সাম্প্রতিক আইসিসি–র প্রতিযোগিতাগুলিতে ক্রিকেটারদের পারফরমেন্সের প্রসঙ্গে বলেন, ‘‌আমি মনে করি বিশ্বকাপে আমরা সত্যিই খুব ভাল খেলেছি। ধারাবাহিকতার দিক থেকে আমরা সেরা ছিলাম। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় সেমিফাইনালে খেলেছি। তারপরে আমরা গতবছর ৫০ ওভারের বিশ্বকাপে দুর্দান্ত খেলেছি। সুতরাং, আমাদের ধারাবাহিকতা এবং ক্রিকেটের মানের পরিপ্রেক্ষিতে  সঠিক জায়গায় ছিলাম।’‌
দ্রাবিড় আরও বলেন, ‘‌হ্যাঁ, আমরা সম্ভবত নকআউটের শেষ পর্বে কার্যকর খেলা খেলতে পারিনি। আশা করি আমরা সেই পজিশনে উঠতে এবার ভালো ক্রিকেট খেলব। নিজেদের সঠিকভাবে মেলে ধরতে পারলে সাফল্য আসবেই। তবে, গুরুত্বপূর্ণ বিষয় হল এই টুর্নামেন্টগুলি শুরুর আগে এটি সম্পর্কে চিন্তা করা নয়, অবস্থানগুলিতে যাওয়ার বিষয়ে চিন্তা করা। নিজেকে গৌরবের জন্য চাপ দিতে হবে। দল হিসাবে এটা করতে হবে।’‌
আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে রোহিত শর্মা ও বিরাট কোহলিই যে ওপেন করবেন, পরিস্কার করে দিয়েছেন দ্রাবিড়। তিনি বলেন, ‘‌আমাদের কাছে তিনটি বিকল্প আছে। রোহিত, জয়সওয়াল এবং বিরাট আইপিএলে ওপেন করেছে। ম্যাচগুলির পরিস্থিতির উপর নির্ভর করে আমরা বেছে নেব।’‌ নাসাউ কাউন্টি মাঠে পরিবর্তনশীল বাউন্স এবং ধীর আউটফিল্ড সহ ড্রপ ইন পিচগুলি নিয়ে সমালোচনা হচ্ছে। উইকেটের ব্যাপারে দ্রাবিড় বলেন, ‘‌আমাদের এখানে তিনটি অনুশীলন সেশন ছিল। তৃতীয় সেশন থেকে, উইকেট আরও ভালো পেয়েছি। আমরা এটিকে খারাপ বা ভাল হিসাবে চিহ্নিত করতে চাই না। এই ধরণের উইকেটের সঙ্গে মানিয়ে নিতে হবে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!