Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ৫, ২০২৪

রাজস্থান রয়্যালসের দায়িত্ব নিচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন হোড কোচ রাহুল দ্রাবিড়

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজস্থান রয়্যালসের দায়িত্ব নিচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন হোড কোচ রাহুল দ্রাবিড়

কখনও শোনা যাচ্ছিল দিল্লি ক্যাপিটালস, কখনও আবার শোনা যাচ্ছিল কলকাতা নাইট রাইডার্সের নাম। মাঝে ভেসে উঠেছিল প্রীতি জিন্টার পাঞ্জাব কিংসের নাম। শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালসের হেড কোচের দায়িত্ব নিতে চলেছেন ভারতীয় দলের প্রাক্তন ‘‌হেডস্যার’‌ রাহুল দ্রাবিড়। ব্যাটিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন বিক্রম রাঠোর। দুজনের সঙ্গেই রাজস্থান রয়্যালস কর্তাদের কথাবার্তা চূড়ান্ত। সই–সাবুদ পর্বও নাকি হয়ে গেছে। এখন শুধু সরকারি ঘোষণা বাকি।
এবছর টি২০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের হেড কোচের দায়িত্ব ছিলেন রাহুল দ্রাবিড়। তিনি আর মেয়াদ বাড়াতে চাননি। আসলে ভারতীয় দলের ঠাসা সূচি থেকে দূরে থাকতে চেয়েছিলেন। সেই জন্যই মেয়াদ বাড়াতে চাননি। তারপর থেকেই শোনা যাচ্ছিল আইপিএলে কোচিং করাতে পারেন। দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস দ্রাবিড়ের সঙ্গে কথা বলে। রাজস্থান রয়্যালসও দারুণভাবেই দ্রাবিড়কে চাইছিল। শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালস শিবিরেই ফিরতে চলেছেন দ্রাবিড়।
দ্রাবি‌ড়ের সঙ্গে রাজস্থান রয়্যালসের গভীর সম্পর্ক। ২০১২ ও ২০১৩ সালে তিনি অধিনায়ক ছিলেন। ২০১৪ ও ২০১৫ সালে টিম ডিরেক্টর ও মেন্টরের ভূমিকা পালন করেছেন। ২০১৬ সালে বিড় দিল্লি ডেয়ারডেভিলসে যোগ দেন দ্রাবিড়। তখন থেকে ২০১৯ সালে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমির প্রধান হওয়া পর্যন্ত দ্রাবিড় যুক্ত ছিলেন দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। ২০২১ সালে ভারতীয় দলের হেড কোচ নিযুক্ত হন। দ্রাবিড়ের হাত ধরেই ১১ বছরের আইসিসি ট্রফির খরা কাটিয়ে টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দ্রাবিড়ের সঙ্গে ভারতীয় দলে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা বিক্রম রাঠোরকে সহকারী কোচের দায়িত্ব দিচ্ছে রাজস্থান রয়্যালস। দুজনের মধ্যে রসায়ন খুবই ভাল। ২০১৯ সালে রবি শাস্ত্রীর জমানায় ভারতীয় দলের ব্যাটিং কোচ নিযুক্ত হয়েছিলেন বিক্রম রাঠোর। দ্রাবিড় হেড কোচ হয়ে আসার পর তাঁকে দায়িত্বে রেখে দেন। এবার হয়েছিলেন। তিনিও টি২০ বিশ্বকাপ অবধি ভারতীয় দলের সঙ্গে ছিলেন। রবি শাস্ত্রীর জমানায় রাঠোর ভারতের ব্যাটিং কোচ হলেও তাঁকেই রেখে দেন দ্রাবিড়। রাঠোর এবার রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ হতে চলেছেন। দ্রাবিড় ব্যাটিং কোচের দায়িত্ব নিলেও কুমার সঙ্গকারা টিম ডিরেক্টর পদেই থাকবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!