Advertisement
  • Uncategorized এই মুহূর্তে দে । শ
  • মে ৬, ২০২৪

ক্ষমতায় এলে দেশের প্রান্তজনকে প্রাপ্য সংরক্ষণ দেবে কংগ্রেস, রতলাম থেকে ঘোষণা রাহুলের

আরম্ভ ওয়েব ডেস্ক
ক্ষমতায় এলে দেশের প্রান্তজনকে প্রাপ্য সংরক্ষণ দেবে কংগ্রেস, রতলাম থেকে ঘোষণা রাহুলের

প্রাপ্য পুরো সংরক্ষণ দেবো, রতলাম থেকে ঘোষণা রাহুলের। দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে মধ্যপ্রদেশের রতলামে একটি নির্বাচনী জনসভায় আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধি ঘোষণা করলেন, ‘সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী ৫০ শতাংশ নয়; দলিত, আদিবাসী, দরিদ্র, অনগ্রসর শ্রেণীর যতটুকু সংরক্ষণ প্রাপ্য তা দেবে কংগ্রেস।’

রায়বরেলি ও ওয়েনাড়ের  কংগ্রেস প্রার্থী জনসভায় বলেন, ‘ এই নির্বাচন সংবিধান রক্ষার জন্য এক লড়াই, যা নষ্ট করতে চায় বিজেপি ও আর এস এস। আমরা আপ্রাণ চেষ্টা করছি তা রক্ষা করার। ওরা আপনাদের থেকে জল, জমি, জঙ্গলের অধিকার কেড়ে নিতে  চায়।বিজেপি খুব পরিস্কার ভাবেই জানিয়েছে তাঁরা সংরক্ষণের বিপক্ষে। তাঁরা ক্ষমতায় এলে সব অধিকার কেড়ে নেবে। এইজন্যই তাঁরা ৪০০ সিট দখলের শ্লোগান তুলেছে।’ প্রত্যয়ী রাজীব-পুত্রের দাবি বিজেপি দেশ জুড়ে ১৫০ সিটও পাবে না।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাহুলকে ‘সাহাবজাদা’ সম্বোধন করে বলেছেন, ‘ আমি দাবি করে বলতে পারি, ওদের দল সংরক্ষণ দেবে একটা বিশেষ সম্প্রদায়কে। এটা কখনও প্রকাশ্যে বলবে না ওরা, কারণ এর মধ্যে রহস্য আছে।’  প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ওনাদের উচিত একটি লিখিত ঘোষণাপত্র দেওয়া যেখানে ওরা ওই সংরক্ষণ শুধুমাত্র কোন বিশেষ সম্প্রদায়ের জন্য রাখছেন না !’

‘জাতিগত আদমশুমারি’ এই দেশের রাজনীতিতে পাশা পাল্টে দিতে পারে,’ বললেন রাহুল। এও বললেন, ‘আমরা এর আগে জমি অধিগ্রহণ আইন, বন অধিকার আইন প্রভৃতি যা যা আইন আমরা পাশ করেছিলাম সব ওরা ক্ষমতায় এলে তুলে নেবে। তাই কংগ্রেস ক্ষমতায় এলে আমরা অর্থনৈতিক সারভে চালাবো, যার ফলে ভারতীয় রাজনীতির বিপুল পরিবর্তন হবে। ‘

তিনি উল্লেখ করেন, কংগ্রেস ক্ষমতায় এলে বেকারদের জন্য আনবে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন। এছাড়া, ‘ পেহলি নকরি পাক্কি’ মাধ্যমে এক বছরের জন্য  বেকারদের কর্মসংস্থানের একটি যোজনার সুচনা তাঁরা করবেন বলে জানিয়েছেন রাহুল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!