- দে । শ প্রচ্ছদ রচনা
- অক্টোবর ৩১, ২০২৩
মোবাইল হ্যাকে মোদি আদানি যোগ, কটাক্ষ রাহুলের
“দেশের প্রধানমন্ত্রীর আত্মা আদানির তোতায় বন্দি। দেশের এক নম্বর ব্যক্তি মোদিজি, দুই নম্বর ব্যক্তি অমিত শাহ, তিন নম্বর ব্যক্তি আদানি নয়, দেশের এক নম্বর ব্যক্তি আসলে আদানি, তারপর দুই নম্বর মোদিজি, তিন নম্বর অমিত শাহ। আদানি এখন দেশের সব সম্পদ নিয়ে নিতে চাইছে। মোদিজির সরকার সেই ব্যবস্থা করে দিচ্ছে। খাদ্য, পরিকাঠামো, বন্দর,বিমান বন্দর, সব আদানির হাতে। এর ফলে ক্ষতি হচ্ছে দেশের তরুণ-তরুণীদের। এর বিরুদ্ধে যাঁরা বলছেন তাদের ফোন হ্যাক করার চেষ্টা চলছে। আজ আমাদের দলের সাংসদ শশী, কে সি বেণুগোপাল, সাংসদ মহুয়া মৈত্র, অখিলেশ যাদব, প্রিয়াঙ্কা চতুর্বেদী, সীতারাম ইয়েচুরির ফোন হ্যাক করার চেষ্টা রাষ্ট্রশক্তি করছে বলে অ্যাপল তাদের একটি সতর্কবার্তা দিয়েছে। আমি বলছি যত ইচ্ছা হ্যাক করুক, আমাদের থামানো যাবে না।”
রাহুল গান্ধি গল্পের মাধ্যমে তাঁর মঙ্গলবারের সাংবাদিক সম্মেলন শুরু করে বলেন, “অনেক আগে দেশে একজন হিংসুটে রাজা ছিলেন। তিনি মানুষের ওপর অত্যাচার করতেন। মানুষ তাঁকে পছন্দ করতেন না। ওই রাজা তাদের ওপর আক্রমণ করেই যেতেন। আসলে ওই রাজার মধ্যে তাঁর আত্মা ছিল না। সেই আত্মা ছিল গ্রামের একটি খাঁচায় একটি তোতা পাখির মধ্যে। সাধারণ মানুষ ওই তোতা পাখিকে মারার পর রাজার ক্ষমতা খর্ব হল। নরেন্দ্র মোদির আত্মাও তেমন আদানির তোতা পাখির মধ্যে বন্দি হয়ে আছে। তাই আদানীকে আক্রমণ করলেই নরেন্দ্র মোদি, তাঁর সরকার ধ্বংসের রাজনীতি শুরু করে দিচ্ছে। বিরোধীদের মোবাইল হ্যাক করার চেষ্টা করছে। ওই তোতা পাখিটিকে ধরতে হবে।”
রাহুল গান্ধি বলেন, ‘‘দেশের মানুষের কষ্টার্জিত অর্থ আদানি ট্যাক্স হয়ে ঢুকছে আদানির পকেটে। আমরা কয়লা ব্যবহার করছি, তাতে আদানি ট্যাক্স, ট্রেনে চড়ছি, তাতে আদানি ট্যাক্সে। এ ভাবেই দেশের মানুষের অর্থ মোদি সরকারের চাতুরির মাধ্যমে গিয়ে ঢুকছে আদানির পকেটে।’’
প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল গান্ধি বললেন, ‘‘মোদিজি দেশকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে চোখ বন্ধ করে রাখছেন। এই সমস্যার কথা খুব কম লোকই বলেন। আমরা বলছি বলেই এ সব হ্যাকিং, ইডি-সিবিআই, সতর্কবার্তা আসছে। কিন্তু আমরা ভয় পাওয়ার মানুষ নই, লড়াই করব। যতই হ্যাক চলুক।’’
এদিন রাহুল গান্ধি বললেন, বিরোধীদের নজর ঘোরাতেই ওই সতর্কবার্তা এসেছে। ওই সতর্কবার্তায় কী লেখা ছিল? রাহুল বলেন , আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, এই বলে রাহুল গান্ধি সাংবাদিক বৈঠকে অ্যাপলের সতর্কবার্তার বয়ান উল্লেখ করে পড়তে থাকেন, ‘‘অ্যাপল মনে করে, আপনারা রাষ্ট্র প্ররোচিত হ্যাকারদের দ্বারা আক্রান্ত। যারা আপনার অ্যাপল আইডি দিয়ে নথিভুক্ত আইফোনের সুরক্ষা বিঘ্নিত করার চেষ্টা করছে।’’ ওই বয়ান পড়ার পর রাহুল বললেন, ‘‘এটাই সেই তোতার কাজ, যে তোতায় মোদিজির আত্মা বন্দি।’’
রাহুল গান্ধি বললেন, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র যাঁরা অ্যাপলের তরফে ওই বার্তা পেয়েছেন, তাঁরা প্রত্যেকেই কোনও না কোনও ভাবে আদানিকে তাঁর অসততা নিয়ে আক্রমণের সঙ্গে যুক্ত। এই তালিকায় মহুয়া মৈত্র, সুপ্রিয়া সুলে, টিএস সিংহ, কে সি বেণুগোপাল রয়েছেন আদানির তোতা।
রাহুল গান্ধি বলেন, “মোবাইল হ্যাক করার মধ্য দিয়ে বিরোধীদের সন্ত্রস্ত করে বিরোধিতা বন্ধ করতে চাইছেন মোদিজি। নরেন্দ্র মোদি চাইছেন, বিরোধীরা যে পথে এগোচ্ছেন সেই পথ থেকে তাদের বিচ্ছিন্ন করে দিতে। আসলে মোদিজির প্রাণ গচ্ছিত আদানির তোতায়, এই তোতাপাখিকে আমরা এমন ভাবে ঘিরে ফেলেছি, যে সে পালানোর পথ পাচ্ছে না। আর এই কারণেই বিরোধীদের মনোযোগ ঘুরিয়ে তাঁদের বিচ্ছিন্ন করার চেষ্টা করছেন মোদিজি। যাতে খাঁচায় বন্দি তোতার দিকে তাদের নজর না যায়। মোদিজি আদানিকে সব ব্যবসার একছত্র দায়িত্ব,অধিকার দিয়ে দেশের অগণিত মানুষের রোজগার ধ্বংস করে দিচ্ছে।’’
❤ Support Us