Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ২৩, ২০২৩

‘মোদি’ পদবীধারীদের উদ্দেশ্যে অসম্মানজনক মন্তব্য। আদালতের রায়ে রাহুলের দুবছরের জেল, পরে আবার বেল

আরম্ভ ওয়েব ডেস্ক
‘মোদি’ পদবীধারীদের উদ্দেশ্যে অসম্মানজনক মন্তব্য। আদালতের রায়ে রাহুলের দুবছরের জেল, পরে আবার বেল

মোদি পদবী নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করল সুরাট আদালত। দু’বছরের কারাবাসের শাস্তি দেওয়া হয়েছে। অবশ্য সাজা ঘোষণার পরপরই ৩০ দিনের জন্য বিচারপতি তাঁর জামিন মঞ্জুর করেছেন এবং বলেছেন, আদালতের রায়ের বিরুদ্ধে  হাইকোর্টে যেতে পারবেন ওয়েনাড়ের সাংসদ।

২০১৯ সালে লোকসভা ভোটের দক্ষিণ ভারতে ব্যাপক প্রচার চালিয়েছিলেন সোনিয়া পুত্র। সে সময় কর্ণাটকের কোলারে একটি নির্বাচনী জনসভায় রাহুল মন্তব্য করেন, “সব চোরদের উপাধি মোদি কীভাবে হচ্ছে ?” যা নিয়ে পরে  তীব্র বিতর্কের  সৃষ্টি হয়। বিজেপি বিধায়ক ও গুজরাটের প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদি বিতর্কিত বক্তব্যের জন্য মানহানির মামলা করেন। ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় দীর্ঘ দিন মামলা চলে সুরাট আদালতে।

গত শুক্রবার, সুরাট আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচএইচ ভার্মার আদালতে শুনানির প্রক্রিয়া সম্পন্ন হয়। ঠিক হয়েছিল ২৩ মার্চ এ ব্যাপারে  তাঁর রায় জানাবে কোর্ট। সেকারণে ওয়েনাড় সাংসদ সকালেই আদালতে উপস্থিত হয়েছিলেন। সঙ্গে ছিলেন গুজরাটের প্রদেশ কংগ্রেসের একাধিক নেতা ও কর্মীরা।  উল্লেখ্য, আগেও তিনি তিন বার এ মামলার জন্য হাজিরা দিয়েছিলেন এবং প্রত্যেকবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন। কিন্তু আদালতের আজকের রায়ে নস্যাৎ হয়ে গেল রাজীব তনয়ের দাবি।

বিতর্কিত মন্তব্যের ইস্যুতে রাহুলকে আক্রমণ করতে পিছপা হয়নি গেরুয়া শিবির। সুরাটের সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ বলেছেন যে রাহুল গান্ধীর বক্তব্যে কেবল সুরাতেই নয়, গুজরাটের পুরো ওবিসি সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ রয়েছে এবং তিনি আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানান।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!