- দে । শ প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ২২, ২০২৪
শঙ্করদেবের জন্মভিটে, বটোদ্রবা ছত্রে প্রবেশে বাঁধা রাহুলকে। রাস্তায় বসে পড়লেন ক্ষুব্ধ কংগ্রেস নেতা। হিমন্তের চাপ বাড়াচ্ছে ন্যায় যাত্রা
কংগ্রেস নেতা রাহুল গান্ধি আজ সোমবার অভিযোগ করেছেন, বটোদ্রবা ছত্রের কর্তৃপক্ষ তাঁকে থানে প্রবেশ করতে দেয়নি। থানটি অসমের নগাঁওতে ১৫ শতকের অসমীয়া সাধক শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থানে অবস্থিত এবং বটোদ্রবা ছত্র থান নামে পরিচিত।
রাহুল গান্ধি তাঁর উপর আরোপিত বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তুলেছেন, “আমরা থানে যেতে চাই। আমি কী অপরাধ করেছি যে আমি মন্দিরে ঢুকতে পারবো না? আমরা কোনও সমস্যা তৈরি করতে চাই না, আমরা কেবল মন্দিরে প্রার্থনা করতে চাই।”
রবিবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাম মন্দিরের অনুষ্ঠানের মুহূর্তে সংঘর্ষের আশঙ্কা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে তাঁর “ভারত জোড়া ন্যায় যাত্রা”-র রুটটি পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেছিলেন।
রাহুল বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই এখন সিদ্ধান্ত নেবেন কে মন্দিরে যাবেন। মন্দিরে একজনই প্রবেশ করতে পারবেন।’ শঙ্করদেবের ছত্রে প্রবেশে বাঁধা দেওয়ার ঘটনার পরে, রাহুলের নেতৃত্বে কংগ্রেস নেতাকর্মীরা নওগাঁয়ে বিক্ষোভ শুরু করেন।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের দিন রাহুল গান্ধির বটোদ্রবায় সফরকে অপ্রয়োজনীয় এবং অসম প্রতিযোগিতা বলে এই কর্মসূচি বন্ধ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। হিমন্ত বিশ্ব শর্মা রাহুল গান্ধিকে তাঁর পরিকল্পনা পুনর্বিবেচনার জন্য অনুরোধও করেছিলেন কিন্তু রাহুল তা শোনেননি।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল অসমের মুখ্যমন্ত্রীকে তাদের কনভয়, সম্পত্তি এবং নেতাদের উপর হামলার জন্য অভিযুক্ত এবং তাঁকে ‘ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী’ বলে কটাক্ষ করেছেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে কে সি বেনুগোপাল সারা দেশে বৃহৎ আকারের বিক্ষোভের ডাক দিয়েছেন, রাহুল গান্ধিকে বর্দোয়া থানে ঢুকতে বাঁধা দেওয়ার ঘটনাকে তিনি বিজেপি-নেতৃত্বাধীন অসম সরকারের “গণতন্ত্রের উপর আক্রমণ” বলে চিহ্নিত করেছেন। রবিবার একটি রোড শো চলাকালীন, নগাঁওয়ের একটি রাস্তার ধারের খাবারের দোকানে প্রতিকূল ভিড়ের মুখোমুখি হয়েছিলেন রাহুল, তখন তাঁর বিরুদ্ধে স্লোগান এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানানো হয়, প্লাকার্ডে লেখা ছিল ‘অন্যয় যাত্রা বন্ধ করো’ ‘রাকিবুল ফিরে যান’। রাকিবুল হুসেন সামাগুড়ির কংগ্রেস বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী। তিনি রাহুলের ন্যায় যাত্রার প্রথম সারিতে ছিলেন।
শ্রী শ্রী শঙ্করদেবের বটোদ্রবা ছত্র অসমের নগাঁওয়ে অবস্থিত। নগাঁও শহর থেকে ১৫ কিলোমিটার দূরে ৪ একর এলাকা জুড়ে বিস্তৃত।
❤ Support Us