Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৩, ২০২৪

রায়বরেলি থেকে প্রার্থী রাহুল, অমেঠিতে কিশোরীলাল, লড়ছেন না প্রিয়াঙ্কা

আরম্ভ ওয়েব ডেস্ক
রায়বরেলি থেকে প্রার্থী রাহুল, অমেঠিতে কিশোরীলাল, লড়ছেন না প্রিয়াঙ্কা

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার ৩ মে কংগ্রেসের তরফে জানানো হয়েছে যে, নিজেদের পুরনো দুর্গ উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে লোকসভা ভোট ২০২৪ এ প্রতিদ্বন্ধিতা করছেন ‘পোস্টার বয়’ রাহুল গান্ধি। কংগ্রেসের আরেক পুরনো ঘাঁটি অমেঠি থেকে নির্বাচনে প্রার্থী করা হয়েছে গান্ধি পরিবারের ঘনিষ্ঠ কিশোরী লাল শর্মাকে। কিশোরী কংগ্রেসের নির্বাচনী ব্যবস্থাপক হয়েও কাজ করছেন। ২০ মে অমেঠি ও রায়বরেলিতে ভোট। শুক্রবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।

২০১৯ সালে রায়বরেলি ছিল উত্তরপ্রদেশে কংগ্রেসের একমাত্র জেতা আসন। ১৬৭০০০ ভোটে সোনিয়া গান্ধি সেখানে হারিয়েছিলেন বিজেপি প্রতিদ্বন্ধি দীনেশ প্রতাপ সিংকে।  মাঝে শোনা গিয়েছিল অমেঠি থেকে প্রার্থী হতে দলের পারেন সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বডরা। জীবনে প্রথমবার লোকসভা ভোটে প্রার্থী হওয়া দিয়ে তাঁর সংসদীয় রাজনৈতিক যাত্রা শুরু করতে চলেছেন বলে কানাঘুষো চলছিল। সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে আলাপ আলোচনার পর কিশোরীলাল শর্মাকে অমেঠিতে প্রার্থী হিসেবে মনোনীত করে দল। প্রিয়াঙ্কা নিজেকে দেশ জুড়ে দলের প্রচার কাজেই বেশী আগ্রহি বলে জানিয়েছেন দলের সভাপতিকে । ইতিমধ্যেই বিজেপির তরফে অমেঠিতে মনোনয়ন জমা দিয়েছেন স্মৃতি জুবিন ইরানি, যিনি ২০১৯ এ রাহুল গান্ধীকে হারিয়েছিলেন তাঁদের দুর্গে। যদিও কেরালার ওয়েনাড়ে জিতে মুখরক্ষা করেন তিনি।

এই বিষয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, গান্ধি পরিবারের মতো প্রভাবশালী পরিবারের কেউ নির্বাচনে না দাঁড়ালে দলীয় কর্মীদের কাছে নেতিবাচক বার্তা যেতে পারত। তাই দলের কর্মীদের অনুরোধে রায়বরেলি থেকে নির্বাচনে দলের মুখ হচ্ছেন রাহুল।

প্রাক্তন প্রধানমন্ত্রী  জহরলাল নেহরুর আমল থেকে রায়বরেলী ‘কংগ্রেসের গড়’  হিসাবে পরিচিত।প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই কেন্দ্র থেকে তিন বার সাংসদ হয়েছেন। তাঁর পুত্রবধূ  সনিয়া টানা পাঁচ বার এই কেন্দ্র থেকে জিতেছেন। এই পরিসংখ্যান অনুযায়ী রায়বরেলি কেন্দ্রটিকে রাহুলের জন্য ‘নিরাপদ’   বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এদিকে রায়বরেলি এবং অমেঠিতে বিজেপির প্রার্থী পদে কোন পরিবর্তন আসেনি। এবারেও দীনেশ প্রতাপ সিং প্রতিদ্বন্ধিতা করবেন পদ্ম শিবিরের হয়ে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!