Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ৪, ২০২৪

ভারত ন্যায় যাত্রায় জোট শরিকদের আহ্বান, জানুয়ারি শেষে বাংলায় পাঁচ দিনের রাহুল সফর

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারত ন্যায় যাত্রায় জোট শরিকদের আহ্বান, জানুয়ারি শেষে বাংলায় পাঁচ দিনের রাহুল সফর

জানুয়ারির শেষে ভারত ন্যায় যাত্রা-র পথে বাংলায় ৫দিন থাকবেন রাহুল গান্ধি। এই যাত্রায় ইন্ডিয়া জোটের সব শরিক দলকে যাত্রায় আহ্বান জানিয়েছে কংগ্রেস। লোকসভা ভোটের আগে ফের ভারত ন্যায় যাত্রা শুরু করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। আগামী ১৪ জানুয়ারি, রবিবার উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফল থেকে পশ্চিম উপকূলের দিকে যাত্রা শুরু করবেন কংগ্রেস সাংসদ। এ বার তাঁর যাত্রাপথে থাকছে ৫দিনের বাংলা সফর।

আগামী ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধি আবার ভারত ন্যায় যাত্রা শুরু করছেন। দলের অন্যান্য নেতানেত্রীর আবেদনে সারা দিয়েই রাহুল আবার এই যাত্রায় নামছেন।

বৃহস্পতিবার দিল্লি থেকে জয়রাম রমেশ সাংবাদিক সম্মেলন করে রাহুলের এই যাত্রার কথা জানান। পাশাপাশি যাত্রার পথ তিনি জানান। এদিন ইন্ডিয়া জোটভুক্ত দলগুলির মধ্যে ঐক্যের কথাও বলেছেন জয়রাম রমেশ।

রাহুল গান্ধির যাত্রা পথ অনুযায়ী মেঘালয় থেকে জানুয়ারির শেষে বাংলায় ঢুকবেন তিনি। তবে বাংলার কোন সাত জেলা ছুঁয়ে রাহুল গান্ধি বিহারে প্রবেশ করবেন, তা বৃহস্পতিবার বিকেল পর্যন্ত স্পষ্ট হয়নি। প্রদেশ কংগ্রেসের এক নেতা বলেন, মূলত উত্তরবঙ্গের জেলাগুলিকেই ছুঁয়ে যাবে রাহুলের যাত্রা। যার মধ্যে অবশ্যই মালদহ এবং মুর্শিদাবাদ থাকবে। তবে ভারত জোড়ো যাত্রা-র সঙ্গে এ বারের রাহুল-যাত্রার মৌলিক ফারাক হচ্ছে এ বার পুরো রাস্তা রাহুল হেঁটে যাবেন না। বেশির ভাগ রাস্তাই যাবেন গাড়িতে। তবে মাঝে মাঝে পদযাত্রা, সভা এবং মানুষের সঙ্গে তিনি মিলিত হবেন। রাজনৈতিক দলের পাশাপাশি নাগরিক সংগঠনকেও এই যাত্রায় অংশগ্রহণের আমন্ত্রণ জানাবে কংগ্রেস। জয়রাম রমেশ বলেন, ‘‘কেউ কেউ প্রচার করছেন রাহুল গান্ধির যাত্রা অরুণাচল প্রদেশে যাবে না। দয়া করে ভুয়ো খবর দেবেন না। অরুণাচল-সহ ১৫টি রাজ্য ছুঁয়ে যাবে তাঁর এই ভারত ন্যায় যাত্রা। ৬৬ দিনে অতিক্রম করবে ৬,৭০০ কিলোমিটার পথ।’’ জয়রাম এ-ও জানিয়েছেন, কন্টেনারেই রাত্রিবাস করবেন রাহুল। তবে ভারত জোড়ো যাত্রা-র সময়ে যেমন প্রচুর সংখ্যক স্থায়ী পদযাত্রী তাঁর ছিলেন,এ প্রচুর সংখ্যক পদযাত্রী তাঁর সঙ্গে থাকবে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!