Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৮, ২০২৪

বন্যা কবলিত অসম, দাঙ্গা বিধ্বস্ত মণিপুরে রাহুল গান্ধি

আরম্ভ ওয়েব ডেস্ক
বন্যা কবলিত অসম, দাঙ্গা বিধ্বস্ত মণিপুরে রাহুল গান্ধি

বন্যা কবলিত অসম ও দাঙ্গা বিধ্বস্ত মণিপুর দুই রাজ্যে ঝটিতি সফর করলেন রায়বরেলির সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি।বিরোধী দলনেতা হওয়ার পর এই প্রথম উত্তর পূর্বের রাজ্যে এলেন তিনি। সোমবার সকালে শিলচর এসে কাছাড় জেলায় যান তিনি। বন্যাদুর্গতদের সঙ্গে দেখা করেন । আশ্বাস দেন তাঁদের দুর্গতির কথা সংসদে তুলে ধরবেন তিনি । জেলার লখিপুরের থালাই ইন-এর ক্যাম্পে যান তিনি। সেখান থেকে সড়কপথে মণিপুরের জিরিবামের উদ্দেশ্যে যাত্রা করেন রাহুল ।

অসমে বন্যায় ২৮ টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৩ লাখ মানুষ বন্যার কবলে চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন। বন্যা, ভূমিধ্বস, ঝড়ে অসমে ৭৮ জন মারা গিয়েছেন।অনেকেই ত্রাণ শিবিরে আশ্রয় পেয়েছেন । ৬৮ হাজার হেক্টরেরও বেশি চাষজমি সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে।মণিপুরে গত ১৪ মাসের অশান্তির পরিস্থিতিতে ২০০ মানুষ প্রাণ হারিয়েছেন।এই পরিস্থিতিতে উত্তর পূর্বের দুই রাজ্যে রাহুলের সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

সম্প্রতি অসম সীমান্ত লাগোয়া জিরিবামে নতুন করে ঝামেলার সূত্রপাত হয়েছে। মণিপুরের জিরিবামে অশান্তির জেরে ১৭০০ মানুষ অসমের কাছাড় জেলায় আশ্রয় নিয়েছেন। তাঁদের সঙ্গেও দেখা করেন রাহুল। তাঁদের পরিস্থিতির কথাও সংসদে উত্থাপন করবেন বলে জানান তিনি। জিরিবামের হাইয়ার সেকেন্ডারি স্কুলে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে দেখা করেন। এদিকে, রাহুলের সফরের আগেই জিরিবামে নিরাপত্তা বাহিনীর কনভয়ে উগ্রপন্থীরা হামলা করে বলে খবর। দুই পক্ষের গুলির লড়াই চলে। তবে হতাহতের খবর কোনও নেই।

তবে রাহুল গান্ধির উত্তর পূর্বে সফর নিয়ে রাজনৈতিক মতবিরোধ শুরু হয়েছে। হাত শিবিরের দাবি, বন্যায় অসম তো বটেই, এমনকি দীর্ঘদিন ধরে চলা অশান্তির মাঝে একবারও মণিপুরের যাওয়ার সময় পেলেন না প্রধানমন্ত্রী। কিন্তু রাহুল গান্ধি উত্তর পূর্বের রাজ্যগুলিতে অনেকবার গিয়েছেন। পাল্টা বিজেপিও কটাক্ষ করে জানিয়েছে, লোকসভার বিরোধী দলনেতা মানুষের দুর্দশা দেখতে ভ্রমণ করতে বেরিয়েছেন।

কংগ্রেস দল তাদের দলের এক্স হ্যান্ডেলে লেখে,’আজ অজৈবিক (নন বায়োলজিক্যাল) প্রধানমন্ত্রী মস্কো পৌঁছেছেন, আর লোকসভার বিরোধী দলনেতা অসম, মণিপুরের সফর করছেন। ‘

মণিপুরের রাজধানী ইম্ফলেও যাওয়ার কথা রয়েছে রাহুল গান্ধির। সেখানে চন্দ্রচুরপুরে কুকি সম্প্রদায়ের ত্রাণ শিবিরে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করার কথা তাঁর। বিকেল ৫.৩০ টার দিকে, রাজভবনে মণিপুরের রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। রাজ্য কংগ্রেস অফিসে একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সফর শেষ করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!