Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মে ২, ২০২২

ওসমানিয়ায় রাহুলের প্রবেশ নিষেধ । কর্তৃপক্ষের নির্দেশ, ক্যাম্পাসে রাজনীতি নয় ।

টিআরএস-এর উদ্দেশে কংগ্রেসের তর্জনী ।

আরম্ভ ওয়েব ডেস্ক
ওসমানিয়ায় রাহুলের প্রবেশ নিষেধ । কর্তৃপক্ষের নির্দেশ, ক্যাম্পাসে রাজনীতি নয় ।

তেলেঙ্গানায় ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধীর প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করল কর্তৃপক্ষ। বলল, ক্যাম্পাসে রাজনীতি চলবে না।৬ এবং ৭ মে তেলেঙ্গানা সফরে যাচ্ছেন রাহুল। নানা জায়গায় মিছিল করবেন । পাঁচ লক্ষ সমর্থক নিয়ে বিশাল পথযাত্রায় হাঁটবেন । দলীয় অনুষ্ঠানে মিলিত হবেন বিশ্ববিদ্যালয় চত্বরে । এরকমই প্রস্তুতি চলছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর ক্যাম্পাস প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করল । নিষেধাজ্ঞায় সরকারি নির্দেশের গন্ধ খুঁজে পেয়ে কংগ্রেস সরাসরি টিআরএস-কে দায়ি করে বলল, কেসিআর কোম্পানি রাহুল গান্ধীকে নিয়ে কেন এত ভয় পাচ্ছে? তারা ভুলে গেছে পূথক তেলেঙ্গানা রাজ্য নির্মানে সোনিয়া গান্ধীর অবদান অসামান্য । কেসিআর পরিবার যে ক্ষমতা ভোগ করছে তা সোনিয়ার দান।

বিশ্ববিদ্যালয়ের নির্দেশকে ঘিরে ওসমানিয়া উত্তেজিত । ১৮ জন ছাত্রকে আটক করা হয়েছে। ওদের বিরুদ্ধে অভিযোগ, প্রতিষ্ঠানে এসব ছাত্র ইট-পাটকেল ছুঁড়ছিল। গ্রেফতারের নিন্দা করেছে কংগ্রেস । রাহুল গান্ধী পড়ুয়াদের সঙ্গে দেখা করে তাদের সমস্যা জানতে চান। এর বাইরে তাঁর অন্য কোনও কর্মসূচির নেই। তবু তাঁর প্রবেশে কেন বারণাজ্ঞা? কংগ্রেসের তরফে বলা হয়েছে, ২৩ এপ্রিল এই অনুষ্ঠানের অনুমতি চাওয়া হয়েছিল। এটাও পুরোপুরি অরাজনৈতিক । বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় । যা এখনও অব্যাহত, অবিচ্যূত ।

ক্যাম্পাসে রাজনীতি হয় না তা নয়। রাজনৈতিক নেতারা ঢোকেন না এরকম নজিরও নেই । হঠাৎ রাহুলের প্রবেশকে বড়ো করে দেখার কারণ কী? অনিশ্চিত ভয়, না অদৃশ্য ওপরের নির্দেশ ?

 


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!