Advertisement
  • দে । শ
  • নভেম্বর ২৭, ২০২৩

বক্সার জঙ্গলে ট্রেনের ধাক্কায় তিনটি হাতির প্রাণ গেল, কবে চেতনা ফিরবে রেল মন্ত্রকের? প্রতিবাদে পরিবেশ কর্মীদের চালসায় মিছিল

আরম্ভ ওয়েব ডেস্ক
বক্সার জঙ্গলে ট্রেনের ধাক্কায় তিনটি হাতির প্রাণ গেল, কবে চেতনা ফিরবে রেল মন্ত্রকের? প্রতিবাদে পরিবেশ কর্মীদের চালসায় মিছিল

বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ট্রেনের ধাক্কায় তিনটি হাতির মর্মান্তিক মৃত্যু হল। রাজাভাতখাওয়ার শিকারি গেটের কাছে রেললাইনের উপর দিয়ে হাতির দল যখন যাচ্ছিল, তখনই এই দুর্ঘটনা ঘটে। পণ্যবাহী ট্রেনের পার্সেল বগিসহ ইঞ্জিনটি শিলিগুড়ির দিকে যাচ্ছিল। ওই ট্রেনের ধাক্কায় নিমেষে পিষ্ট হয়ে যায় একটি হাতির শাবক। ট্রেনের ধাক্কায় আর একটি হাতির শাবক এবং পূর্ণবয়স্ক আর একটি হাতি ছিটকে যায় রেললাইন থেকে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন,  সকাল ৯টা নাগাদ বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে আচমকাই একটি হস্তিনী ছুটে এসে ঢুকে পড়েছিল কালচিনি ব্লকের নিমতিঝোড়া চা বাগানে। তার পর হঠাৎ বাগানে কর্মরত শ্রমিকদের দিকে ধেয়ে যায়। কিন্তু এতেই শেষ নয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আচমকা নানা দিকে খেয়ালখুশিমতো ছোটাছুটি শুরু করে। প্রায় ফাঁকা বাগানে তার এই অদ্ভুত আচরণ কিছুটা অস্বাভাবিক বলে মনে হয়েছিল শ্রমিকদের। ওই পরিস্থিতিতে নিজেদের করণীয় নিয়ে তাঁরা যখন ভাবছেন, ঠিক তখনই বাগানের ২ নম্বর কম্পার্টমেন্টের মধ্যে পড়ে যায় ওই হস্তিনী। খবর পেয়েই চলে আসেন বনকর্মীরা। কিন্তু তার আগে যা ঘটার ঘটে গিয়েছে। মারা গিয়েছে হস্তিনী।
রেল ও বনবিভাগের সঙ্গে ট্রেনের গতি এই এলাকা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রিত রাখার নির্দেশ ছিল। তবে সেই নির্দেশ যে মানা হয়নি, সেটা এই তিনটি হাতির মৃত্যুই বলে দিচ্ছে।
প্রশ্ন উঠছে মালগাড়ির চালক আদৌ কি গাইডলাইন মেনেছিলেন? এর আগে ট্রেন থামিয়ে দিয়ে বহুবার হাতির প্রাণ রক্ষা করেছেন একাধিক ট্রেন চালক। কিন্তু এবার কেন হল না? তবে কি সতর্ক ছিলেন না ট্রেন চালক? শেষ মুহূর্তে এমার্জেন্সি ব্রেক কষার ঝুঁকি নেননি?

এই ঘটনার প্রতিবাদে চালসাতে মিছিল বের করেন পরিবেশপ্রেমীরা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তারা। রেলকে স্মারকলিপিও দিয়েছেন তারা।

এদিকে সূত্রের খবর, মা হাতিটি বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে। প্রশ্ন উঠছে, তাহলে কী লোকো পাইলট কি মদ্যপ অবস্থায় ছিলেন? কেন তিনি দুর্ঘটনা রুখতে পারলেন না? কেন তিনি মালগাড়ি থামাতে পারলেন না? সবটাই পরীক্ষা করে দেখছে রেল কর্তৃপক্ষ।

এদিকে রেলপথে হাতির মৃত্যু ঠেকাতে ইনট্রুশন ডিটেকশন সিস্টেম আনার পরিকল্পনাও নেওয়া হয়েছে। শিলিগুড়ির সেভক থেকে আলিপুরদুয়ার পর্যন্ত এই সিস্টেম লাগু করা নিয়ে কথাবার্তা হয়েছিল। কিন্তু এদিনের ঘটনা ফের প্রশ্ন তুলে দিল, তাহলে কী বন্যপ্রাণী রক্ষার কোনও দায়ই নিচ্ছে না রেল মন্ত্রক!


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!