- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ২৬, ২০২৩
রাবাডার আগুনে ধ্বংস ভারতের টপ অর্ডার, একা লড়লেন লোকেশ রাহুল
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামার আগে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন, জিততে গেলে ব্যাটারদের ভাল পারফরমেন্স করতে হবে। কিন্তু বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনেই জ্বলে উঠতে ব্যর্থ ভারতীয় ব্যাটিং। প্রোটিয়া জোরে বোলারদের বিরুদ্ধে দাঁড়াতেই পারল না টপ অর্ডার। লোকেশ রাহুলের সৌজন্যে প্রথম দিনের শেষে ভারতের সংগ্রহ ৮ উইকেটে ২০৮। বৃষ্টির জন্য প্রথম দিন খেলা হল মাত্র ৫৯ ওভার। পুরো খেলা হলে এদিনই গুটিয়ে যেত ভারত।
মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ের কিছুটা পরেই খেলা শুরু হয়। দুদিন ধরে উইকেট ঢাকা ছিল। বাইশ গজের স্যাঁতসেঁতে অবস্থা কাজে লাগাতে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তেম্বা বাভুমা। সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কের জোরে বোলিং উইকেটে শুরুতেই বেকায়দায় পড়ে ভারত। পঞ্চম ওভারে রাবাডার শর্টপিচ ডেলিভারি পুল করতে গিয়ে ফাইল লেগে নান্দ্রে বার্গারের হাতে ধরা পড়েন রোহিত (৪)। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে দুর্দশা অব্যাহত ভারত অধিনায়কের।
ভারতের দুই তরুণ তুর্কী শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল সেঞ্চুরিয়নের বাউন্সি উইকেটে নিজেকে মেলে ধরতে পারেননি। রীতিমতো পরিকল্পনা করে যশস্বীকে (১৭) তুলে নেন নান্দ্রে বার্গার। এক ওভার পর শুভমান গিলও (২) বার্গারে সুইংয়ে পরাস্ত হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন। ২৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারত।
এরপর কোহলি ও শ্রেয়স আয়ারের ঘাড়ে দায়িত্ব পড়ে দলকে টেনে নিয়ে যাওয়ার। ১৪ তম ওভারে ভারতের বিপর্যয় আরও বাড়ত যদি রাবাডার বলে মার্কো জানসেন শ্রেয়সের ক্যাচ তালুবন্দী করতে পারতেন। পরের ওভারেই বার্গারের বলে কোহলির ক্যাচ ফেলেন টনি ডি জর্জি। জীবন পেয়ে কোহলি ও শ্রেয়স দলকে টানার চেষ্টা করছিলেন। পরিস্থিতি সাময়িক সামাল দিলেও বড় রানের জুটি গড়ে ওঠেনি। ৯২ রানের মাথায় শ্রেয়সের (৩১) স্টাম্প ছিটকে দেন রাবাডা। এরপর কোহলিকে (৩৮) তুলে নিয়ে ভারতকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দেন এই প্রোটিয়া জোরে বোলার। অশ্বিনও (৮) রাবাডার শিকার।
১২১ রানে ৬ উইকেট হারায় ভারত। এরপর শার্দূল ঠাকুরকে নিয়ে লড়াই শুরু করেন লোকেশ রাহুল। ২৪ রান করে আউট হন শার্দূল। তাঁকেও তুলে নিয়ে ৫ উইকেট পূর্ণ করেন রাবাডা। বুমরাকে (১) ফেরান জানসেন। দিনের শেষে লোকেশ রাহুল ৭০ ও মহম্মদ সিরাজ কোনও রান না করে ক্রিজে রয়েছেন। দুরন্ত বোলিং করে ৪৪ রানে ৫ উইকেট নিয়েছেন রাবাডা। বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ হয়ে যায়।
❤ Support Us