Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জানুয়ারি ১৭, ২০২৩

সংযত আনন্দ আর উচ্ছ্বাসে বৃহত্তম পিঠেপুলি উৎসবের সমাপ্তি, সঙ্গীতের সুরের মুর্ছনায়, সুপরিচিত গায়কদের কণ্ঠস্বরে মাতোয়ারা রাজডাঙা

আরম্ভ ওয়েব ডেস্ক
সংযত আনন্দ আর উচ্ছ্বাসে বৃহত্তম পিঠেপুলি উৎসবের সমাপ্তি, সঙ্গীতের সুরের মুর্ছনায়, সুপরিচিত গায়কদের কণ্ঠস্বরে মাতোয়ারা রাজডাঙা

গানে গানে , কথা আর নৃত্যে সোমবার শেষ হল বৃহতম পিঠে-পুলি উৎসব। চারদিন জুড়ে প্রবল উচ্ছ্বাসে মিলিত হয় তারুণ্য। রাজডাঙ্গার খোলা মাঠে নাচলেন নবীন আর যৌবনমুখর প্রবীণেরা। সেলফি তুললেন আর অনুষ্ঠানের স্বরবর্ণ থেকে ব্যঞ্জনবর্ণ সব পুরে দিলেন নিজ নিজ মুখপঞ্জিতে (ফেসবুকে) । প্রতিদিন মাঠে হাজির ছিলেন উৎসবের মুখ্য স্থপতি আর বরো ১২ এর চেয়ারম্যান সুশান্ত কুমার ঘোষ। পিঠে-পুলির বিক্রিতেও উপচে পড়ে জোয়ার। ভাঁটা ছিল মাইকের নিয়ন্ত্রিত আওয়াজে। শ্রোতাদের প্রতিদিন মাতিয়ে রাখলেন সুপরিচিত গায়কেরা। প্রথম দিন, ১ ঘণ্টা গাইলেন, ভরাট কণ্ঠের ইন্দ্রনীল সেন। যত সব স্মৃতি উজ্জীবক, কালজয়ী গান। কে বলবে, মঞ্চে তাঁর গানের বয়স ৪২। একইভাবে, প্রকাণ্ড সতেজ নচিকেতা। মুহুর্মুহু বুঝিয়ে দিলেন পৌষের শীতলতা তাঁর কাছে তুচ্ছ । বয়স, নিছক কয়েকটি সংখ্যা। আহ্‌ এত সুর, এত গান, যাদুকরের কণ্ঠে!


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!