- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- অক্টোবর ২৫, ২০২৩
তিন দশক পর সেলুলয়েডে অমিত-রজনী।সোশ্যাল হ্যান্ডেলে আবেগ ঘন পোস্ট দক্ষিণী সুপারস্টারের
তিন দশকের বেশি সময় পর অমিতাভ বচ্চনের সঙ্গে পুনর্মিলন দক্ষিণী সুপারস্টার রজনীকান্তর। আর দীর্ঘদিন পর ‘বিগ বি’–র সঙ্গে সাক্ষাত হওয়ার আনন্দ ধরে রাখতে পারেননি তিনি। অমিতাভ বচ্চনের সঙ্গে একটা হৃদয়গ্রাহী ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ‘আমার হৃদয় আনন্দে থরথর করে কাঁপছে।’
After 33 years, I am working again with my mentor, the phenomenon, Shri Amitabh Bachchan in the upcoming Lyca’s "Thalaivar 170" directed by T.J Gnanavel. My heart is thumping with joy!@SrBachchan @LycaProductions @tjgnan#Thalaivar170 pic.twitter.com/RwzI7NXK4y
— Rajinikanth (@rajinikanth) October 25, 2023
কয়েক সপ্তাহ আগে নতুন ছবি ‘থালাইভার ১৭০’–র শুটিং শুরু করেছেন রজনীকান্ত। সিনেমাটি পরিচালনা করছেন ‘জয় ভীম’ খ্যাত টিজে জ্ঞানভেল। রজনীকান্ত ছাড়াও অমিতাভ বচ্চন, রানা দাগগুবাতি, ফাহাদ ফাজিল, দুশারা বিজয়ন, রিতিকা সিং, মঞ্জু ওয়ারিয়ারা অভিনয় করছেন। সঙ্গীত পরিচালনা করছেন অনিরুদ্ধ রবিচন্দ, যিনি শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন।
অমিতাভ বচ্চনের সঙ্গে শুটিং করার ছবি ‘এক্স’ হ্যান্ডেলে পোস্ট করে ক্যাপশনে রজনীকান্ত লিখেছেন, ‘৩৩ বছর পর আমি আমার পরামর্শদাতা অমিতাভ বচ্চনের সাথে টিজে জ্ঞানভেল পরিচালিত ‘থালাইভার ১৭০’ ছবিতে আবার কাজ করছি। আমার হৃদয় আনন্দে থরথর করে কাঁপছে।’ ১৯৯১ সালে মুক্তি পাওয়া ‘হাম’ সিনেমায় শেষবার দুজনে অভিনয় করেছিলেন। সুপারস্টার রজনীকান্ত কিছুদিন আগে তিরুনেলভেলিতে ‘থালাইভার ১৭০’ সিনেমার শুটিং করেছিলেন। কেরালা এবং তিরুনেলভেলিতে ভক্তরা তাঁকে দারুণভাবে স্বাগত জানিয়েছিল।
নেলসন দিলীপকুমারের ‘জেলার’ সিনেমায় শেষবার অভিনয় করেছিলেন রজনীকান্ত। এই সিনেমাটি ৬৫০ কোটিরও বেশি আয় করেছে। ‘জেলার’–র সাফল্যের পরে তিনি কেরালার ত্রিবান্দ্রমে ‘থালাইভার ১৭০’ ছবির শুটিং শুরু করেছিলেন।
❤ Support Us