Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুন ৭, ২০২৩

মিলল রাজ্যপালের অনুমোদন, রাজ্যের নির্বাচন কমিশনারের দায়িত্বে রাজীব সিনহা

আরম্ভ ওয়েব ডেস্ক
মিলল রাজ্যপালের অনুমোদন, রাজ্যের নির্বাচন কমিশনারের দায়িত্বে রাজীব সিনহা

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিনহা। রাজ্যপাল রাজ্যের তরফে পাঠানো এই পদে রাজীব সিনহার নাম অনুমোদন করে ফাইল নবান্নে পাঠিয়েছে। আগামীকাল বা পরশু রাজীব সিনহা রাজ্য নির্বাচন কমিশনারের পদে দায়িত্ব নিতে চলেছেন বলে নবান্ন সূত্রে খবর। প্রসঙ্গত রাজীব সিনহা এর আগে রাজ্যের মুখ্যসচিব ছিলেন। তার আগে তথ্য সংস্কৃতি দফতরের সচিব ছিলেন।

গত ২৮ মে রাজ্য নির্বাচন কমিশনার পদ থেকে অবসর নেন সৌরভ দাস। তার পরে রাজ্যের তরফে প্রথমে রাজীব সিনহার নাম রাজভবনে পাঠানো হয়। রাজ্যপাল সি ভি আনন্দ বোস তখন রাজ্যকে বলে আরও দু’জনের নাম পাঠাতে। সেই মতো রাজ্যের তরফে এ আর বর্ধনের নাম পাঠানো হয়। কিন্তু রাজ্যের পছন্দের তালিকায় রাজ্য নির্বাচন কমিশনার পদের জন্য পছন্দের নাম বা ব্যক্তি ছিলেন রাজীব সিনহা। রাজ্যপাল এই নাম অনুমোদন না দিলে রাজ্যের তরফে বলা হয় দ্রুত অনুমোদন দিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই প্রসঙ্গে বলেন, “সামনেই পঞ্চায়েত নির্বাচন। কিছু মিউনিসিপাল নির্বাচন বাকি। এখন রাজ্য নির্বাচন কমিশন পদ ফাঁকা থাকলে কাজটা হবে কি ভাবে।” রাজ্যপাল রাজ্যের তরফে এই সব মন্তব্য শুনে বলেন, “সময় হলেই সব জানানো হবে।” অবশেষে রাজ্যপালের সেই সময় হল। রাজ্যের পাঠানো রাজ্য নির্বাচন কমিশনার পদে প্রথম পাঠানো রাজীব সিনহার নাম অনুমোদন দিলেন রাজ্যপাল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!