Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ২৫, ২০২৩

আইকন রাজকুমার।পর্দার সাফল্যের বাস্তব রূপায়ণে তৎপর নির্বাচন কমিশন

আরম্ভ ওয়েব ডেস্ক
আইকন রাজকুমার।পর্দার সাফল্যের বাস্তব রূপায়ণে তৎপর নির্বাচন কমিশন

“নিউটন” সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। বলিউডের এই সিনেমায় ছত্তিশগড়ের এক নকশাল অধ্যুষিত এলাকায় ভোট পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন সরকারি কর্তা নিউটন কুমার। বিবিধ বাধার মধ্যেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে কোনও চেষ্টাই বাদ দেননি তিনি। “নিউটন”-এর চরিত্রে অভনে করেছিলেন রাজকুমার রাও। এবার পর্দার সেই নিউটন কুমার, রাজকুমার রাওকে, জাতীয় নির্বাচন কমিশন জাতীয় আইকন হিসেবে বেছে নিতে। বৃহস্পতিবার, অর্থাৎ ২৬ অক্টোবর, প্রধান নির্বাচন কমিশনার, রাজীব কুমার আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের জাতীয় আইকন হিসেবে রাজকুমার রাওয়ের নাম ঘোষণা করবেন।

দেশের ভোটারদের নির্বাচনে অংশগ্রহণে অনুপ্রাণিত করতে, বিশিষ্ট ভারতীয় ব্যক্তিত্বদের জাতীয় আইকন হিসাবে চিহ্নিত করে থাকে জাতীয়  নির্বাচন কমিশন। এর আগে, অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, আমির খান এবং ক্রিকেটার সচিন তেন্ডুলকর, এমএস ধোনি এবং কুস্তিগীর এমসি মেরি কমের মতো বিশিষ্টদের জাতীয় আইকন হিসাবে স্বীকৃতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এবার, পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে রাজকুমার রাওকে সেই তালিকায় অন্তর্ভুক্ত করতে চলেছে নির্বাচন কমিশন। বিভিন্ন বাধার মুখেও নিউটন কুমার তাঁর লক্ষ্যে অবিচল ছিলেন নিউটন সিনেমায়। রাজকুমার রাও অভিনিত সিনেমাটি হিন্দি ভাষার সেরা ফিচার ফিল্মের জন্য জাতীয় পুরস্কার পর্যন্ত জিতেছে। ৯০তম আকাদেমি পুরস্কার বা অস্কার পুরস্কারে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে সেই বছর ভারত থেকে এই ফিল্মটিকেই মনোনীত করা হয়েছিল।

আগামী নভেম্বর মাসে ভারতের পাঁচটি রাজ্যের ১৬ কোটিরও বেশি মানুষ বিধানসভা নির্বাচনে ভোট দেবেন। চলতি মাসের শুরুতে নির্বাচন কমিশন এই পাঁচ রাজ্যের ভোটের সূচি ঘোষণা করেছে। মিজোরামে এক দফাতেই ভোট হবে ৭ নভেম্বর। ওইদিনই ছত্তিশগড়ের প্রথম দফার  ভোট গ্রহণ করা হবে। ১৭ নভেম্বর পরের ধাপের ভোটগ্রহণ। মধ্য প্রদেশ এবং তেলঙ্গানায় যথাক্রমে ১৭ এবং ৩০ নভেম্বর ভোট হবে। আর রাজস্থানে প্রথমে ২৩ নভেম্বর ভোট হবে বলে ঘোষণা করা হয়েছিল। পরে, দুদিন পিছিয়ে ভোটগ্রহণের তারিখ ২৫ নভেম্বর ঠিক করা হয়েছে। সবকটি রাজ্যেরই ভোট গণনা এবং ফল প্রকাশ করা হবে একইসঙ্গে, ৩ ডিসেম্বর। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে, এই পাঁচ রাজ্যের নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সব রাজনৈতিক দলই। অভিনেতা রাজকুমার রাওয়ের জীবনে জাতীয় নির্বাচন কমিশনের জাতীয় আইকন হওয়া অবশ্যই একটি বড় প্রাপ্তি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!