Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ৫, ২০২৩

জয়পুরে রাষ্ট্রীয় রাজপূত করনি সেনার সভাপতি সুখদেব সিং গোগামেডিকে গুলি করে খুন, সিসিটিভিতে ধরা পড়ল মর্মান্তিক হত্যা

আরম্ভ ওয়েব ডেস্ক
জয়পুরে রাষ্ট্রীয় রাজপূত করনি  সেনার সভাপতি সুখদেব সিং গোগামেডিকে গুলি করে খুন, সিসিটিভিতে ধরা পড়ল মর্মান্তিক হত্যা

রাষ্ট্রীয় রাজপূত করনি সেনার সভাপতি সুখদেব সিং গোগামেডিকে মঙ্গলবার জয়পুরে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পিঙ্ক সিটির শ্যাম নগর এলাকায়। রাজস্থান পুলিশের মহাপরিচালক বা ডিজিপি, উমেশ মিশ্র বলেন, “প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুসারে, গোগামেডি যে বাড়িতে ছিলেন, সেখানে চারজন প্রবেশ করে এবং তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গোগামেডির একজন নিরাপত্তা কর্মী এবং অন্য আর একজন গুলিতে আহত হয়েছেন।”

জয়পুরের পুলিশ কমিশনার বিজু জর্জ জোসেফ বলেছেন যে গোগামেডিকে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। গুলির আঘেতে তাঁর মৃত্যু হয়েছে বলেও চিকিৎসকরা জানান।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে দুই ব্যক্তি গোগামেডিতে একাধিক গুলি চালাচ্ছেন এবং অন্য একজন নেতার বাসভবনের দরজায় দাঁড়িয়ে রয়েছেন। এই হত্যাকাণ্ডের পর নিহত করনি সেনা প্রধানের সমর্থকরা রাজ্যের রাজধানীতে বিক্ষোভ শুরু করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!