- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জানুয়ারি ২০, ২০২৪
কলকাতা সহ দেশের ৭০টি শহরের আইনক্সের ১৬০টি প্রেক্ষাগৃহে লাইভ সম্প্রচার হবে রামমন্দির উদ্বোধন অনুষ্ঠান
আইনক্সে আগামী ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন অনুষ্ঠান লাইভ দেখা যাবে। দেশের প্রথম সারির মাল্টিপ্লেক্স সংস্থা পিভিআর আইনক্স লিমিটেড রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার দিন বেলা ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠান দেখাবে। পিভিআর আইনক্সের অ্যাপ, ওয়েবসাইট কিংবা অন্যান্য বুকিং প্ল্যাটফর্মেও পাওয়া যাবে লাইভ অনুষ্ঠানের টিকিট। টিকিটের দাম ১০০ টাকা। পাশাপাশি সংস্থার তরফে খাবারও ফ্রি। ওই ১০০ টাকার টিকিট কাটলেই পপকর্ন কিংবা কম্বো খাবার পাবেন দর্শকরা। তাই সশশীরে অযোধ্যা নগরী পৌঁছতে না পারলেও দর্শকরা যাতে এই বিশাল কর্মযজ্ঞের সাক্ষী থাকতে পারেন, সেইজন্যই পিভিআর আইনক্সের এমন অভিনব উদ্যোগ।
Join us for a momentous occasion! Watch the live screening of the Ayodhya Ram Mandir Inauguration at PVR and INOX on January 22nd, 2024.
Secure your seat for this monumental event and enjoy a complimentary popcorn combo with every ticket. *T&C applies.
Book now:… pic.twitter.com/UQaWTEeFME
— P V R C i n e m a s (@_PVRCinemas) January 19, 2024
পিভিআর আইনক্সের তরফে জানানো হয়েছে, দেশের ৭০টি শহরে পিভিআর আইনক্সের মোট ১৬০টি প্রেক্ষাগৃহে দেখা যাবে রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান। এই তালিকায় কলকাতাও রয়েছে। সংস্থার সহকারী সিইও গৌতম দত্ত উচ্ছ্বসিত হয়ে এই প্রসঙ্গে বলেন, বড় পর্দায় জীবন্ত হয়ে উঠবে রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান। পুণ্যার্থীদের এমন সুযোগ করে দিতে পেরে আমরা সত্যিই ধন্য।
❤ Support Us