Advertisement
  • দে । শ স্মৃ | তি | প | ট
  • মার্চ ২৭, ২০২৪

যুগের অবসান, প্রয়াত বেলুড় রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ

আরম্ভ ওয়েব ডেস্ক
যুগের অবসান, প্রয়াত বেলুড় রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ

একটা যুগের অবসান মারা গেলেন বেলুড় রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ। মঙ্গলবার রাত আটটা নাগাদ তিনি মারা যান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। ভর্তি ছিলেন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে। সেখানেই তিনি প্রয়াত হন।

২০১৭ সালের ১৭ জুলাই রামকৃষ্ণ মঠের প্রেসিডেন্ট মহারাজের দায়িত্ব গ্রহণ করেছিলেন স্বামী স্মরণানন্দ। ভক্তদের মধ্যে তিনি দারুন জনপ্রিয় ছিলেন। গত বছর সেপ্টেম্বরে বার্ধক্যজনিত অসুস্থতার জন্য স্বামী স্মরণানন্দকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সুস্থ হয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে থাকতে শুরু করেন। এবছর জানুয়ারিতে আবার তিনি অসুস্থ হওয়ায় পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ২৯ জানুয়ারি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেই থেকেই তিনি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানেই ভর্তি ছিলেন। হাসপাতালে ভর্তি থাকাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যপাল আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বামী স্মরণানন্দকে গিয়ে দেখে আসেন।

চলতি মাসের ৩ তারিখে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হয় স্বামী স্মরণানন্দর। সেই থেকেই তিনি ভেন্টিলেশনে ছিলেন ।মৃত্যুর পর মঙ্গলবার গভীর রাতেই হাসপাতাল থেকে স্বামী স্মরণানন্দর মৃতদেহ বেলুড় মঠে নিয়ে আসা হয়। স্বামী স্মরণানন্দর ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আজ বেলুড় মঠেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। স্বামী স্মরণানন্দর মৃত্যুর খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকবার্তা পাঠিয়েছেন। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেল শোকজ্ঞাপন করেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!