- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১২, ২০২৩
রানিগঞ্জে খনিগর্ভে ভয়াবহ ধস, মর্মান্তিক পরিণতি অনেকের, পরপর উদ্ধার দেহ, প্রতিবাদ অগ্নিমিত্রার

রানিগঞ্জে নারায়ণকুড়িতে ইসিএলের খোলামুখের খনিতে ধস। সেই খোলামুখ খনি থেকে কয়লা চুরি করা হত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বেআইনি ভাবে কয়লা চুরির জেরেই এই বিপত্তি ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। এদিকে ধসের জেরে খনিগর্ভে চাপা পড়ে মৃত্য হয়েছে অনেকের। এই আবহে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ও পুলিশের বক্তব্য মিলছে না। অগ্নিমিত্রার দাবি, ধসে মৃত ৭ জনের দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা গিয়েছে, তিনি নিজে সেটা দেখেছেন। অন্যদিকে পুলিশ সেই দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছে, এখনও পর্যন্ত তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে। এদিকে আশঙ্কা করা হচ্ছে, এখনও অনেকেই খনিগর্ভে চাপা পড়ে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বেশ কয়েকজন গ্রামবাসী এই খোলামুখ খনিতে ঢুকেছিলেন। খনির দেওয়ালে গর্ত করে বেআইনি ভাবে কয়লা সংগ্রহ করতেই তারা খনিতে প্রবেশ করেছিলেন। আর সেই সময় আচমকা ধসে চাপা পড়ে যান বেশ কয়েকজন। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। চাপা পড়া গ্রামবাসীদের উদ্ধারের দাবিতে গভীর রাত পর্যন্ত তিনি অবস্থান বিক্ষোভ করেন। সেই সময় বেশ কিছুক্ষণ ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধও করা হয়।
অগ্নিমিত্রা পাল এই ঘটনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি বলেন, “গরিব গ্রামবাসীরা পেটের দায়ে কয়লা সংগ্রহ করতে গিয়ে চাপা পড়ছে। ইসিএল বা পুলিশ কি এতদিন এই বিষয়টা জানত না? তাহলে এতদিনেই কেন খোলা মুখের কয়লা খনি বন্ধ করা হয়নি? আমি কাউকেই ছেড়ে কথা বলব না। ভিতরে কতজন চাপা আছে, তা আমরা কেউ স্পষ্ট ভাবে জানি না। অন্যদিকে, এলাকা অন্ধকার করে দেওয়া হয়েছে। যতক্ষণ না খনির ভিতর থেকে চাপা পড়া মৃতদেহগুলি উদ্ধার হচ্ছে, আমি এই এলাকায় ছেড়ে যাব না।” এদিকে রাত পর্যন্ত খনিতে ধসের কথা সরকারি ভাবে স্বীকার করেনি ইসিএল। পরে রানিগঞ্জ থানার পুলিশ জানায়, ইসিএলের উদ্ধারকারী দলকে ডাকা হয়। বৃহস্পতিবার সকালে পুলিশ জানায়, তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে। তবে অগ্নিমিত্রা দাবি করেন, গ্রামবাসীরাই উদ্ধারকাজে হাত লাগায়। এখনও পর্যন্ত ৭ জনের দেহ উদ্ধার হয়েছে।
❤ Support Us