Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১৬, ২০২২

দুর্দান্ত প্রত্যাবর্তন, উত্তরপ্রদেশকে ৬ উইকেটে হারিয়ে রঞ্জি অভিযান শুরু বাংলার

আরম্ভ ওয়েব ডেস্ক
দুর্দান্ত প্রত্যাবর্তন, উত্তরপ্রদেশকে ৬ উইকেটে হারিয়ে রঞ্জি অভিযান শুরু বাংলার

প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন। উত্তর প্রদেশকে ৬ উইকেটে হারিয়ে রঞ্জি অভিযান শুরু করল বাংলা। ইডেনে অনুষ্ঠিত ম্যাচে উত্তরপ্রদেশের ১৯৮ রানের জবাবে বাংলা প্রথম ইনিংসে তোলে ১৬৯। দ্বিতীয় ইনিংসে উত্তর প্রদেশ শেষ হয় ২২৭ রানে। জয়ের জন্য বাংলার সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫৭ রান। তৃতীয় দিনের শেষে বাংলার রান ছিল ২ উইকেটে ১৫৬ রান। শেষ দিনে বাংলার জয়ের জন্য দরকার ছিল ১০১ রান। মধ্যাহ্নভোজের বিরতির পরপরই ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলা।

টস জিতে উত্তরপ্রদেশকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলা। ইনিংসের শুরুতেই ধাক্কা খেয়েছিল উত্তরপ্রদেশ। বোর্ডে কোন রান ওঠার আগেই ২ উইকেট হারিয়ে বসেছিল। ২৯ রানে হারায় তৃতীয় উইকেট। সেখান থেকে উত্তরপ্রদেশের ইনিংসকে টেনে নিয়ে যান প্রিয়ম গর্গ (৫৩) ও রিঙ্কু সিং (৭৯)। এই জুটি উত্তরপ্রদেশকে বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে প্রথম ইনিংসে ১৯৮ রান তুলতে সাহায্য করে। বাংলার ঝুড়ে বলার ঈশান পোড়েল ৫ উইকেট তুলে নিয়েছিলেন

প্রথম ইনিংসে বাংলা ও চূড়ান্ত ব্যাটিং বিপর্যয় ঘটে, প্রথম দিনের শেষে বাংলা ৪ উইকেটে তুলেছিল ২৯ রান। দ্বিতীয় দিনে বাংলা মাত্র ১৫৯ রানে গুটিয়ে যায়। বাংলার হয়ে সর্বোচ্চ রান করেন অভিষেক পোড়েল (৩৩)। উত্তরপ্রদেশের শিবম মাভি ৬ উইকেট তুলে নিয়ে বাংলার ব্যাটিংয়ের মেরুদন্ড ভেঙ্গে দেন।২৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২২৭ রানে গুটিয়ে যায় উত্তরপ্রদেশ। জয়ের জন্য বাংলার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৫৭।

২৫৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে বাংলা ২ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলেছিল।  আউট হন অভিষেক দাস (৯) এবং সুদীপ ঘরামি (২২)। ক্রিজে ছিলেন কৌশিক ঘোষ (৬৯) এবং অনুষ্টুপ মজুমদার (৪৪)।

চতুর্থ দিন সকালেই দিনের প্রথম ওভারে অঙ্কিত রাজপুত এর তৃতীয় বলেই আউট হন কৌশিক ঘোষ। এরপর বাংলাকে টেনে নিয়ে যান আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান অনুষ্টুপ মজুমদার এবং মনোজ তিওয়ারি। দুজনের দুটিতে উঠে ৯৭ রান। এই জুটি বাংলাকে লক্ষ্যে পৌঁছে দেয়। ১৭০ বলে ৮৩ রান করে আউট হন অনুষ্টুপ মজুমদার। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ২৫৯ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলা। ম্যাচের সেরা হন ঈশান পোড়েল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!