Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ১৩, ২০২৩

মন্ত্রী মনোজ ও সুদীপের হাত ধরে বরোদাকে ৭ উইকেটে হারাল বাংলা

আরম্ভ ওয়েব ডেস্ক
মন্ত্রী মনোজ ও সুদীপের হাত ধরে বরোদাকে ৭ উইকেটে হারাল বাংলা

প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন। রনজি ট্রফিতে নিজেদের পঞ্চম ম্যাচে বরোদাকে ৭ উইকেটে হারিয়ে ৬ পয়েন্ট ঘরে তুলল বাংলা। জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৭৯ তুলে ম্যাচ জিতে নেয় বাংলা। অপরাজিত হাফ সেঞ্চুরি করে বাংলাকে জয় এনে দিলেন সুদীপ ঘরামি ও মনোজ তেওয়ারি। ৫ ম্যাচে ২৪ পয়েন্ট পেয়ে রনজির নক আউট পর্বের দিকে অনেকটাই এগিয়ে গেল বাংলা। এলিট ‘‌এ’‌ গ্রুপে এই মুহূর্তে শীর্ষে রয়েছে বাংলা। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে দারুণ খেলছে বাংলা।
প্রথম ইনিংসে বরোদা তোলে ২৬৯ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৯১ রানে গুটিয়ে যায় প্রথম ইনিংস। একা লড়াই করেন অনুষ্টুপ মজুমদার। তিনি ৯০ রান করেন। মুকেশ কুমার ও ঈশান পোড়েলের দুরন্ত বোলিংয়ের সামনে দ্বিতীয় ইনিংসে বরোদা গুঁড়িয়ে যায় ৯৮ রানে। একা লড়াই করেন প্রত্যুষ কুমার (‌অপরাজিত ৬২)‌। মুকেশ কুমার ৪৩ রানে ৪টি, ঈশান পোড়েল ২২ রানে ৩টি উইকেট নেন। ১৯ রানে ১ উইকেট নেন আকাশ দীপ।
জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলা। পরপর ফিরে যান অভিষেক দাস (‌৭) ও অভিমন্যু ঈশ্বরণ (‌৯)‌। ১৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলা। দিনের একেবারে শেষ বেলায় অনুষ্টুপকে (‌৯)‌ তুলে নিয়ে বাংলাকে আবার ধাক্কা দেন সোপারিয়া। তৃতীয় দিনের শেষে বাংলার রান ছিল ৫৩/‌৩। ২৮ রান করে অপরাজিত ছিলেন সুদীপ ঘরামি।
চতুর্থদিন সকালে অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটের জুটিতে ১২৬ রান তুলে মধ্যাহ্নভোজের বিরতির আগেই বাংলাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন  দীপ ঘরামি ও অধিনায়ক মনোজ তিওয়ারি। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলে ৬ পয়েন্ট ঘরে তোলে বাংলা। ১৪০ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন সুদীপ ঘরামি। অন্যদিকে, ১১৮ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন মনোজ তিওয়ারি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!