Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ৩, ২০২৩

ঝাড়খণ্ডকে ৯ উইকেটে হারিয়ে রনজি সেমিফাইনালে বাংলা

আরম্ভ ওয়েব ডেস্ক
ঝাড়খণ্ডকে ৯ উইকেটে হারিয়ে রনজি সেমিফাইনালে বাংলা

ঝাড়খণ্ডকে ৯ উইকেটে হারিয়ে রনজি ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল বাংলা। ইডেনে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে বাংলার বিরুদ্ধে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৭৩ রানে গুটিয়ে যায় ঝাড়খণ্ড। জবাবে বাংলা প্রথম ইনিংসে তোলে ৩২৮। দ্বিতীয় ইনিংসে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ঝাড়খণ্ড তোলে ২২১ রান। জয়ের জন্য বাংলার সামনে লক্ষ্য দাঁড়ায় ৬৭ রান। ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলা। বড় কোনও অঘটন না ঘটলে সেমিফাইনালে বাংলার সামনে মধ্যপ্রদেশ।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও চূড়ান্ত ব্যাটিং বিপর্যয় পড়ে ঝাড়খণ্ড। একসময় ৯২ রানে ৫ উইকেট হারায়। তৃতীয় দিনের শেষে ঝাড়খণ্ড ৭ উইকেটে তোলে ১৬২। সুপ্রিয় চক্রবর্তী ৫ ও শাহবাজ নাদিম ৪ রানে অপরাজিত ছিলেন। খুব বেশি রান করতে পারবে না, এটা প্রত্যাশিত ছিল। শেষ পর্যন্ত সুপ্রিয় লড়াই ঝাড়খণ্ডকে ২২১ রানে পৌঁছে দেয়। ৮৩ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন সুপ্রিয় চক্রবর্তী। বাংলার হয়ে আকাশ ঘটক ২১ রানে ৩টি, আকাশ দীপ ৪৬ রানে ২টি এবং শাহবাজ আহমেদ ৪৫ রানে ২ উইকেট নেন।
জয়ের জন্য বাংলার সামনে লক্ষ্য দাঁড়ায় ৬৬ রান। ২১ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলা। মাত্র ৪ রান করে রাহুল শুক্লার বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট হন কাজী জুনায়েদ সিফি। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও তিনি ব্যর্থ। তাকে দিয়ে ওপেন করার পরিকল্পনা কাজে লাগল না। সেমিফাইনালের আগে ওপেনিং জুটি নিয়ে চিন্তায় থাকতে হবে বাংলার টিম ম্যানেজমেন্টকে। শেষ পর্যন্ত বাংলাকে পৌঁছে দেন অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ ঘরামী। ১২.‌৪ ওভারে ৬৯/‌১ রান তুলে সেমিফাইনালের ছাড়পত্র পেয়ে যায় বাংলা। ৩১ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন অভিমুন্য। অন্যদিকে ৩০ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন সুদীপ ঘরামি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!