- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১১, ২০২৩
বরোদার বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়, দ্বিতীয় দিনেই চাপে বাংলা

রনজি ট্রফিতে বরোদার বিরুদ্ধে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয় বাংলার। বরোদার ২৬৯ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে বাংলা প্রথম ইনিংসে সংগ্রহ করেছে ১৮৯/৯ রান। অর্থাৎ প্রথম ইনিংসে এখনও ৮০ রানে পিছিয়ে রয়েছে বাংলা। হাতে রয়েছে এক উইকেট।
কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমির মাঠে টস জিতে মঙ্গলবার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বরোদা। আকাশ দীপ এবং মুকেশ কুমারের দাপটে প্রথম দিনের শেষে ৭ উইকেটে ২২২ রান তুলতে সমর্থ হয়েছিল বরোদা।
দ্বিতীয় দিন বাংলার লক্ষ্য ছিল দ্রুত বরোদার ইনিংস শেষ করা। ৯৪.৬ ওভারে মহেশ পিঠিয়াকে তুলে নিয়ে প্রথম ধাক্কা দেন সায়ন মণ্ডল। ১১৭ বলে ৫২ করে সাজঘরে ফেরেন মহেশ। এক ওভার পরেই সোয়েব সোপারিয়াকে (১২) তুলে নেন সায়ন। ১০১তম ওভারের প্রথম বলেই বাবাসফি পাঠান রান আউট হতেই ২৬৯ রানে গুটিয়ে যায় বরোদার প্রথম ইনিংস। বাংলার হয়ে আকাশ দীপ ৭১ রানের ৪টি, মুকেশ কুমার ৫৬ রানে ৩টি এবং সায়ন মন্ডল ৪৮ রানে ২টি উইকেট তুলে নেন।
ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পরে বাংলা। পঞ্চম ওভারেই আউট হন অভিষেক দাস। মাত্র ৫ রান করে তিনি শোয়েব সোফিয়ারের বলে এলবিডব্লিউ আউট হন। পরের ওভারেই সুদীপ ঘরামিকে (৩) তুলে নেন সায়েজাদ খান পাঠান। আগের দুটি ম্যাচে দুরন্ত ব্যাটিং করা অভিমন্যু ঈশ্বরন এদিন নিজেকে মেলে ধরতে পারেননি। মাত্র ২২ রান করে তিনি সাহেবজাদ পাঠানের বলে রাওয়াতের হাতে ক্যাচ দিয়ে আউট হন। মনোজ তিওয়ারি (৯) শাহবাজ আমেদরাও (৮) এদিন ব্যর্থ।
৭৭ রানে ৫ উইকেট হারিয়ে চূড়ান্ত বিপর্যয়ে পড়ে বাংলা। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব তুলে নেন অনুষ্টুপ মজুমদার এবং অভিষেক পোড়েল। এই জুটিতে উঠে ৭২ রান। অভিষেক পোড়েলকে (২৫) তুলে নিয়ে জুটি ভাঙেন সাহেবজাদ পাঠান। ১৪৯ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলা। এরপর দ্রুত আরও তিন উইকেট হারিয়ে চূড়ান্ত বিপর্যয় পড়ে বাংলা। এই বিপর্যয়ের মাঝে একমাত্র লড়াই করেন অনুষ্টুপ মজুমদার। শেষ পর্যন্ত তিনি ৯০ রান করে আউট হন। বরোদার হয়ে সাহেবজাদ পাঠান ৪৩ রানের ৪টি এবং শোয়েব সোপারিয়া ৪৬ রানে ৩ উইকেট নিয়েছেন।
❤ Support Us