- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ২, ২০২৪
দুরন্ত প্রত্যাবর্তন মুম্বইয়ের, প্রথম দিনেই চাপে ফেলে দিল বাংলাকে
এবছর শেষ পর্যন্ত রনজি ট্রফির নক আউটের ছাড়পত্র পাবে তো বাংলা। আশঙ্কাটা ক্রমশ ঘনীভূত হয়ে উঠছে। ইডেনে ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে পঞ্চম ম্যাচে মাঠে নেমেছে বাংলা। নক আউট পর্বে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে গেলে মুম্বইয়ের বিরুদ্ধে জিততেই হবে বাংলাকে। অথচ প্রথম দিনেই চাপে মনোজ তেওয়ারির দল। দিনের শেষে ৭৫ ওভারে ৬ উইকেটে ৩৩০ রান তুলেছে মুম্বই।
টস জিতে মুম্বইকে প্রথমে ব্যাট করতে পাঠান বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। ৫০ রানে প্রথম উইকেট হারায় মুম্বই। ভুপেন লালওয়ানিকে (১৮) তুলে নেন অঙ্কিত মিশ্র। ৬ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা পৃথ্বী শ ভাল শুরু করেছিলেন। ৪২ বলে ৩৫ রান করে তিনি আউট হন। ৮৭ রানের মাথায় পরপর দু’ওভারে হার্দিক তামোরে (১৯) ও প্রসাদ পাওয়ারকে (৯) হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই। বাংলা কিন্তু সেই চাপ ধরে রাখতে পারেনি।
বাংলার বোলারদের দুর্বলতার সুযোগ নিয়ে মুম্বইকে এগিয়ে নিয়ে যান সূর্যাংশ শেড়গে ও অধিনায়ক শিবম দুবে। দুজনের জুটিতে ওঠে ১৪৪। ৫০তম ওভারে শিবম দুবেকে তুলে নিয়ে জুটি ভাঙেন মহম্মদ কাইফ। ৭৩ বলে ৭২ রান করে আউট হন শিবম। পরের ওভারেই সূর্যাংশকে ফেরান সুরজ সিন্ধু জয়সওয়াল। ৭৬ বলে ৭১ রান করেন সূর্যাংশ। তনুশ কোটিয়ান ৯টি চার ও একটি ছয়ের সাহায্যে ৭৩ বলে ৫৫ এবং অথর্ব আঙ্কোলেকর চারটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৭৮ বলে ৪১ রানে অপরাজিত রয়েছেন। বাংলার হয়ে সুরজ সিন্ধু ৯৫ রানে ৩ উইকেট নিয়েছেন।
এদিকে, অধিনায়ক হিসেবে দলের সঙ্গে এলেও অজিঙ্কা রাহানে বাংলার বিরুদ্ধে খেলছেন না। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন শিবম দুবে।
❤ Support Us