- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১৯, ২০২৪
ছত্তিশগড়ের বিরুদ্ধে রনজি ম্যাচে ধাক্কা সামলে বাংলাকে টানছেন অনুষ্টুপ ও অভিষেক
রনজি ট্রফির প্রথম দুটি ম্যাচ বাইরে খেলার পর ঘরের মাঠে প্রথম খেলতে নামল বাংলা। প্রথম দুটি ম্যাচে পুরো পয়েন্ট আসেনি। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে পিছিয়ে পড়ে মাত্র ১ পয়েন্ট এসেছিল। দ্বিতীয় ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৩ পয়েন্ট। ঘরের মাঠে ছত্তিশগড়ের বিরুদ্ধে পুরো পয়েন্ট না এলে চাপে পড়ে যাবে মনোজ তেওয়ারির দল। যা পরিস্থিতি, বাংলার সামনে আবার বাধা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া।
উত্তরপ্রদেশের বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় থেকেও কুয়াশার জন্য পুরো পয়েন্ট ঘরে তুলতে পারেনি বাংলা। ইডেনে ছত্তিশগড়ের বিরুদ্ধে ম্যাচের প্রথম দিন ৭৩ ওভারের বেশি খেলাই হল না। ৪ উইকেট হারিয়ে বাংলা তুলেছে ২০৬ রান। ক্রিজে রয়েছেন অনুষ্টুপ মজুমদার (৫৫) ও অভিষেক পোড়েল (৪৭)।
ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে সব মাঠেই স্পোর্টিং উইকেট তৈরি হচ্ছে। ইডেনেও তার ব্যতিক্রম নেই। ঘাসের উইকেট দেখে ছত্তিশগড়ের বিরুদ্ধে ৪ জোরে বোলার নিয়ে মাঠে নেমেছে বাংলা। প্রথম একাদশে একটাই পরিবর্তন, প্রদীপ্ত প্রামানিকের জায়গায় শুভম চ্যাটার্জি।
টস জিজে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠায় ছত্তিশগড়। নবম ওভারে প্রথম ধাক্কা। জিভেশ ভুট্টের বলে ফিরে যান সৌরভ পাল (১২)। এরপর মাটি আঁকড়ে পড়ে থেকে বাংলাকে এগিয়ে নিয়ে যান শ্রেয়ানশ ঘোষ ও সুদীপ ঘরামি। দলের ৭২ রানের মাথায় আউট হন শ্রেয়ানশ। ১১১ বলে বলে ২২ রান করেন তিনি। হাফ সেঞ্চুরির মুখ থেকে ফেরেন সুদীপ ঘরামি (৪৯)। অধিনায়ক মনোজ তেওয়ারি বড় রান পাননি। ৫১ বলে ১৯ রান করে তিনি আউট হন। ১২৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলা। দলকে চাপের মুখ উদ্ধার করেন অনুষ্টুপ মজুমদার ও অভিষেক পোড়েল। এই দুই ব্যাটারের ডিফেন্স ভাঙতে পারেননি ছত্তিশগড় বোলাররা। অসমাপ্ত জুটিতে দুজনে তুলেছেন ৭৯ রান।
❤ Support Us