- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২৭, ২০২৪
অনুষ্টুপ, মন্ত্রী মনোজের সেঞ্চুরিতে বড় রান, আসামের বিরুদ্ধে দ্বিতীয় দিনেই চালকের আসনে বাংলা
আসামের বিরুদ্ধে পুরো পয়েন্ট না পেলে রনজি ট্রফির নক আউটে ওঠা কঠিন হয়ে যাবে বাংলার কাছে। গুরুত্বপূর্ণ ম্যাচে দ্বিতীয় দিনেই চালকের আসনে বাংলা। এই ম্যাচ থেকে বোনাসসহ বাংলা যদি ৭ পয়েন্ট পায়, অবাক হওয়ার কিছু থাকবে না। বাংলার ৪০৫ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে আসাম ৮ উইকেট হারিয়ে তুলেছে ৯৯। দাপট দেখালেন বাংলার তিন জোরে বোলার মহম্মদ কাইফ, সুরজ সিন্ধু জয়সওয়াল ও অঙ্কিত মিশ্র।
গুয়াহাটিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল আসাম। ২০ ওভারের মধ্যে ৫৭ রানে ৪ উইকেট হারায়। আউট হন শ্রেয়াংশ ঘোষ (১৩), তিন নম্বরে নামা মহম্মদ কাইফ (২), সৌরভ পাল (১২) ও সুদীপ ঘরামি (১০)। এরপর বাংলাকে টেনে নিয়ে যান দুই অভিজ্ঞ ব্যাটার অনুষ্টুপ মজুমদার ও মনোজ তেওয়ারি। প্রথম দিনের শেষে বাংলা তোলে ৪ উইকেটে ২৪২। ১৯৭ বলে ১২০ রান করে অপরাজিত ছিলেন অনুষ্টুপ। মনোজ অপরাজিত ছিলেন ১৮২ বলে ৬৮ রান করে।
দ্বিতীয় দিন সকালেই দলের ২৬৮ রানের মাথায় আউট হন অনুষ্টুপ। ১২৫ রান করেন তিনি। আগের ম্যাচে সেঞ্চুরি করা অভিষেক পোড়েল (০) রান রাননি। মনোজ তেওয়ারি (১০০) সেঞ্চুরি করে আউট হন। তিনি যখন আউট হন, বাংলার রান তখন ৩০৭। এরপর সুরজ সিন্ধু (৫২), করণ লালদের (৫২) হাত ধরে ৪০০ রান পার করে বাংলা। আসামের হয়ে মুক্তার হোসেন ৮৬ রানে ৪ উইকেট নেন।
ব্যাট করতে নেমে বাংলার জোরে বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি আসামের ব্যাটাররা। ৫ রানে প্রথম উইকেট হারায়। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। ৩৫ রানে একসময় ৪ উইকেট হারায়। এরপর ডেনিশ দাস ও সাহিল জৈন কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। ডেনিশকে (৫০) তুলে নিয়ে জুটি ভাঙেন অঙ্কিত মিশ্র। এরপর আবার ধস নামে আসামের ইনিংসে। দিনের শেষে তোলে ৮ উইকেটে ৯৯। ৩৬ রান করে ক্রিজে রয়েছেন সাহিল জৈন। বাংলার হয়ে মহম্মদ কাইফ ৩২ রানে ৩টি, সুরজ সিন্ধু ২৫ রানে ৩টি ও অঙ্কিত মিশ্র ২২ রানে ২টি উইকেট নিয়েছেন।
❤ Support Us