Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২৯, ২০২৪

অবশেষে জয়ের মুখ দেখল বাংলা, অসমকে হারাল ইনিংস ও ১৬২ রানে

আরম্ভ ওয়েব ডেস্ক
অবশেষে জয়ের মুখ দেখল বাংলা, অসমকে হারাল ইনিংস ও ১৬২ রানে

রনজির প্রথম ম্যাচে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে মাত্র ১ পয়েন্ট ঝুলিতে এসেছিল। কানপুরে ভাল জায়গায় থেকেও উত্তর প্রদেশের বিরুদ্ধে পুরো পয়েন্ট আসেনি। বাধা হয়ে দাঁড়িয়েছিল আবহাওয়া। ইডেনে তৃতীয় ম্যাচে ছত্তিশগড়ের বিরুদ্ধেও ১ পয়েন্ট। সেই খারাপ আবহাওয়া ৩ পয়েন্ট পেতে দেয়নি। অবশেষে চতুর্থ ম্যাচে এসে চলতি মরশুমে রনজিতে প্রথম জয় তুলে নিল বাংলা। অসমকে ইনিংস ও ১৬২ রানে হারিয়ে বোনাসসহ ৭ পয়েন্ট ঘরে তুলল লক্ষ্মীরতন শুক্লার দল। বাংলার জয়ের নায়ক তরুণ জোরে বোলার সুরজ সিন্ধু জয়সওয়াল। ৮ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা।
প্রথম ইনিংসে বাংলা তুলেছিল ৪০৫ রান। জবাবে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে অসমের রান ছিল ৮ উইকেটে ৯৯ । তৃতীয় দিনের সকালে ১০৩ রানেই অসমের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। ৩৬ রানে ৪ উইকেট নেন মহম্মদ কাইফ। ২৫ রানে ২ উইকেট সুরজের। অসমের হয়ে সর্বোচ্চ রান করেন ডেনিশ দাস (‌৫০)‌।
৩০২ রানের বিশাল ব্যবধানে এগিয়ে থাকায় বোনাসের জন্যই ঝাঁপায় বাংলা। অসমকে ফলো অন করানোর সিদ্ধান্ত নেয়। দ্বিতীয় ইনিংসেও অসম ব্যাটাররা বাংলার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ১৪০ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ রান করেন সাহিল জৈন (‌২৬)‌। ধারানি রাভা করেন ‌২৪‌। দুরন্ত বোলিং করে ৪৩ রানে ৫ উইকেট তুলে নেন সুরজ সিন্ধু জয়সওয়াল। ২টি করে উইকেট নেন করণ লাল ও অঙ্কিত মিশ্র। চোটের জন্য প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে পারেননি অসম অধিনায়ক রিয়ান পরাগ।
অসমের বিরুদ্ধে ৭ পয়েন্ট পেয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্টে পৌঁছল বাংলা। উঠে এল তিন নম্বরে। ৩ ম্যাচ খেলে ২০ পয়েন্টে শীর্ষে মুম্বই। বাংলার পরের ম্যাচে ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে আগামী ২ ফেব্রুয়ারি থেকে। ৩ ম্যাচে ১১ পয়েন্টে তৃতীয় স্থানে ছত্তিশগড়।  ‌


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!