Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২২, ২০২৪

ঘরের মাঠে ছত্তিশগড়ের বিরুদ্ধেও ১ পয়েন্ট, আশঙ্কার মেঘ বাংলার আকাশে

আরম্ভ ওয়েব ডেস্ক
ঘরের মাঠে ছত্তিশগড়ের বিরুদ্ধেও ১ পয়েন্ট, আশঙ্কার মেঘ বাংলার আকাশে

এবছর রনজি ট্রফির নক আউটে শেষ পর্যন্ত খেলার ছাড়পত্র পাবে তো বাংলা?‌ আশঙ্কার মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে বাংলার আকাশে। বাংলা যদি শেষ পর্যন্ত নক আউটের ছাড়পত্র না পায়, তাহলে কিন্তু দায়ি থাকবে আবহাওয়া। পরপর দুটি ম্যাচে বাংলার সামনে বাধা হয়ে দাঁড়াল আবহাওয়া। ঘরের মাঠে ছত্তিশগড়ের বিরুদ্ধে ১ পয়েন্টের বেশি পেল না বাংলা। ৩ ম্যাচে বাংলার পয়েন্ট ৭।
আগের ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় থেকেও ৩ পয়েন্টের বেশি আসেনি বাংলার। কুয়াশার জন্য ম্যাচের ৪ দিনই পুরো খেলা হয়নি। ঘরের মাঠে ছত্তিশগড়ের বিরুদ্ধেও সেই কম আলোর জন্য পুরো খেলা হল না। চারদিনই নির্ধারিত সময়ের অনেক পরে খেলা শুরু হয়। তৃতীয় দিন তো দিন তো বিকেলের আগে খেলা শুরুই করা যায়নি। শেষ বেলায় মাত্র ৯ ওভার খেলা হয়।
টস জিতে প্রথমে ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলা। প্রথম দিন ৪ উইকেট হারিয়ে বাংলা তুলেছিল ২০৬ রান। কুয়াশার জন্য দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির পর খেলা শুরু হয়। দিনের শেষে বাংলা তোলে ৮ উইকেটে ৩৮১। সেঞ্চুরি করেন উইকেটকিপার–ব্যাটার অভিষেক পোড়েল। তৃতীয় দিন সকালেই বাংলা ইনিংস সমাপ্তি ঘোষণা করে। কিন্তু আলোর অভাবে খেলাই শুরু করা যায়নি। বিকেলে ৯ ওভার খেলা হয়। ২ উইকেট হারিয়ে ২৭ রান তোলে।
চতুর্থ দিন অবশ্য পুরো খেলা হল। আগের দিনের ২৭/‌২ নিয়ে খেলা শুরু করে ছত্তিশগড়। সারাদিন চেষ্টা করেও ছত্তিশগড়ের ৪টির বেশি উইকেট তুলতে পারল না বাংলা। ছত্তিশগড়কে অল আউট করতে না পেরে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলাকে। মাটি কামড়ে ক্রিজে পড়ে থেকে বাংলাকে ৩ পয়েন্ট পেতে দেননি জিভেশ বুট্টে (‌৭৩ বলে ২৬)‌, আশুতোষ সিং (‌২৪০ বলে ৮৮)‌, সঞ্জিত দেশাইরা (‌১৩০ বলে ৩৭)‌। দিনের শেষে ৬ উইকেটে ২১৪ রান তোলে ছত্তিশগড়। বাংলার হয়ে ২৯ রানে ৪ উইকেট নেন সুরজ সিন্ধু জয়সওয়াল।
ছত্তিশগড়ের বিরুদ্ধে পুরো পয়েন্ট না পাওয়ায় সমস্যায় পড়ে গেল বাংলা। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৫ নম্বরে রয়েছে বাংলা। ২০ পয়েন্টে শীর্ষে মুম্বই। ১৩ পয়েন্টে দ্বিতীয় স্থানে ছত্তিশগড়। ৯ পয়েন্টে তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ। ৭ পয়েন্ট পেলেও নেট রান রেটে এগিয়ে থাকায় চতুর্থ স্থানে উত্তরপ্রদেশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!