- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১২, ২০২৪
কাইফদের দুরন্ত বোলিংয়ে বাংলার বিরুদ্ধে ৬০ রানে গুটিয়ে গেল উত্তরপ্রদেশ
বাইশ গজে সবুজ মখমলের মতো ঘাস। সকাল থেকেই মেঘটা আবহাওয়া। জোরে বোলারদের আদর্শ পরিবেশ। আর সেই সুযোগটাই কাজে লাগালেন বাংলার বোলাররা। উত্তরপ্রদেশের বিরুদ্ধে দারুণভাবে জ্বলে উঠলেন মহম্মদ কাইফ, সুরজ সিন্ধু জয়সওয়াল, ঈশান পোড়েলরা। এই তিন জোরে বোলারের দাপটে বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসে উত্তরপ্রদেশ গুটিয়ে গেল মাত্র ৬০ রানে। দিনের শেষে বাংলাও স্বস্তিতে নেই। ৫ উইকেট হারিয়ে তুলেছে ৯৫।
টস জিতে উত্তরপ্রদেশকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলা। উত্তরপ্রদেশকে প্রথম ধাক্কা দেন অভিষেককারী জোরে বোলার সুরজ সিন্ধু জয়সওয়াল। নিজের দ্বিতীয় ওভারেই তুলে নেন আরিয়ান জুয়ালকে (১১)। এরপর প্রিয়ম গর্গের (৪) স্টাম্প ছিটকে দেন ঈশান পোড়েল। নীতীশ রানাকেও (১১) তিনিই ফেরান। এরপর ধস নামে উত্তরপ্রদেশের ইনিংসে। ২০.৫ ওভারে মাত্র ৬০ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ রান করেন সমর্থ সিং (১৩)। দুরন্ত বোলিং করে ১৪ রানে ৪ উইকেট তুলে নেন মহম্মদ কাইফ। ২০ রানে ৩ উইকেট নেন জীবনের প্রথম রনজি ম্যাচ খেলতে নামা সুরজ সিন্ধু জয়সওয়াল। ২৪ রানে ২ উইকেট ঈশান পোড়েলের।
চ্যালেঞ্জিং উইকেটে ভাল শুরু করেছিলেন বাংলার দুই ওপেনার সৌরভ পাল ও শ্রেয়ানশ ঘোষ। ওপেনিং জুটিতে ওঠে ৩২। এরপর ২ বলের ব্যবধানে সৌরভ পাল (১৩) ও সুদীপ ঘরামিকে (০) তুলে নেন ভুবনেশ্বর কুমার। তাংর সুইংয়ের সামনে দিশা খুঁজে পাননি অনুষ্টুপ মজুমদার (১২), মনোজ তেওয়ারি (৩), অভিষেক পোড়েলরা (১২)। দিনের শেষে বাংলা ৫ উইকেট হারিয়ে ৯৫। বাংলার ৫টি উইকেটই তুলে নিয়েছেন ভুবনেশ্বর কুমার, ২৫ রানের বিনিময়ে। যশ দয়াল, অঙ্কিত রাজপুতদের সাহায্য পেলে আজই বাংলাকে শেষ করে দিতে পারতেন ভুবনেশ্বর।
প্রথম ইনিংসে ইতিমধ্যেই এগিয়ে গেছে বাংলা। লক্ষ্য ১০০ রানের লিড নেওয়া। নাহলে দ্বিতীয় ইনিংসে সমস্যা হতে পারে। ভুবনেশ্বর কুমার বুড়ো হাড়ে যেভাবে ভেলকি দেখাচ্ছেন, দ্বিতীয় দিন সকালে বাংলার কপালে দুঃখ আছে।
❤ Support Us