Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২০, ২০২৪

প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরি অভিষেকের, বড় রানের পথে বাংলা

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরি অভিষেকের, বড় রানের পথে বাংলা

রনজির প্রথম দুটি ম্যাচে পুরো পয়েন্ট আসেনি বাংলার। তৃতীয় ম্যাচেও পুরো পয়েন্ট পাওয়া কঠিন। ছত্তিশগড়ের বিরুদ্ধে ম্যাচ যে দিকে এগোচ্ছে, ফয়সালা হওয়া সম্ভাবনা খুবই কম। দ্বিতীয় দিনের শেষে বাংলার সংগ্রহ ৮ উইকেটে ৩৮১। শনিবার ইডেনে ছত্তিশগড়ের বিরুদ্ধে প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলার উইকেটকিপার–ব্যাটার অভিষেক পোড়েল।
সকালে কুয়াশা থাকায় মধ্যাহ্নভোজের বিরতির পর খেলা শুরু হয়। আগের দিনের ৪ উইকেটে ২০৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলা। অনুষ্টুপ মজুমদার ‌৫৫‌ ও অভিষেক পোড়েল ‌৪৭ রান নিয়ে ব্যাট করতে শুরু করেন। ২৪৭ রানের মাথায় আউট হন অনুষ্টুপ। ৭১ রান করেন তিনি। এরপর বাংলাকে টেনে নিয়ে যান অভিষেক পোড়েল ও শুভম চ্যাটার্জি। ৬১ বলে ২১ রান করে আউট হন শুভম। তার আগেই সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক পোড়েল।
শেষ পর্যন্ত ২১৯ বলে ১১৪ রান করে আউট হন অভিষেক। তাঁর ইনিংসে রয়েছে ১৪টি ৪ ও ১টি ৬। মহম্মদ কাইফ ৫ রান করে আউট হন। শেষদিকে সুরজ সিন্ধু জয়সওয়াল পাল্টা আক্রমণ চালিয়ে ৫১ বলে ৩৩ রান করে অপরাজিত রয়েছেন। করণ লাল ক্রিজে রয়েছেন ২৪ রান করে। নবম উইকেটের জুটিতে দুজনে ৫০ রান তুলে বাংলাকে ৪০০ রানের কাছাকাছি পৌঁছে দেয়। ছত্তিশগড়ের পক্ষে সৌরভ মজুমদার, বাসুদেব বারেথ এবং শশাঙ্ক সিং দুটি করে উইকেট নেন।
প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরি বাবা–মাকে উৎসর্গ করেছেন অভিষেক। তিনি বলেন, ‘সেঞ্চুরির ইনিংস আমার বাবা–মাকে উৎসর্গ করতে চাই। তাদের সমর্থনের জন্য আমি আজ এই জায়াগায় পৌঁছেছি। এই সেঞ্চুরিকে আমাকে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলতে সাহায্য করবে। আমার স্বপ্ন দেশের হয়ে টেস্ট খেলা।’‌ স্মরণীয় ইনিংস সম্পর্কে অভিষেক বলেন, ‘‌কোচ আমাকে আজ সকালে শর্ট বল অনুশীলন করতে বলেছিলেন। দিনের শেষে, এটি আমাকে অনেক সাহায্য করেছে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!