Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১৬, ২০২৪

সামি, শাহবাজের হাত ধরে রনজিতে চলতি মরশুমে প্রথম জয় তুলে নিল বাংলা

আরম্ভ ওয়েব ডেস্ক
সামি, শাহবাজের হাত ধরে রনজিতে চলতি মরশুমে প্রথম জয় তুলে নিল বাংলা

চলতি মরশুমে রনজিতে প্রথম জয় তুলে নেওয়ার জন্য বাংলা তাকিয়েছিল মহম্মদ সামির দিকে। দিনের তৃতীয় বলেই রজত পতিদারকে তুলে নিয়ে আশা জাগিয়েছিলেন মহম্মদ সামি। শেষ পর্যন্ত টানটান উত্তেজনার ম্যাচে মধ্যপ্রদেশকে ১১ রানে হারাল বাংলা। চলতি মরশুমে বাংলাকে প্রথম জয় এনে দেওয়ার কৃতিত্ব মহম্মদ সামি ও শাহবাজ আমেদের। দ্বিতীয় ইনিংসে মধ্যপ্রদেশকে ভাঙলেন এই দুই বোলার।
বাংলার প্রথম ইনিংসে ২২৮ রানের জবাবে মধ্যপ্রদেশ গুটিয়ে গিয়েছিল ১৬৭ রানে। দ্বিতীয় ইনিংসে বাংলা তোলে ২৭৬। জয়ের জন্য ৩৩৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে মধ্যপ্রদেশ ৩ উইকেট হারিয়ে তুলেছিল ১৫০ রান। ক্রিজে ছিলেন রজত পতিদার (‌৩২)‌ ও অধিনায়ক শুভম শর্মা (‌১৮)‌। চতুর্থ দিন সকালে তৃতীয় বলেই রজত পতিদারের (‌৩২)‌ স্টাম্প ছিটকে দিয়ে বাংলার জয়ের স্বপ্ন জাগিয়ে তুলেছিলেন মহম্মদ সামি। এরপর হরপ্রীত সিং ভাটিয়াকে (‌৭)‌ তুলে নেন মহম্মদ কাইফ। ১৬১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মধ্যপ্রদেশ।
এরপর অধিনায়ক শুভম শর্মার সঙ্গে জুটি গড়ে তোলেন ভেঙ্কটেশ আয়ার। ৯৪ রানের জুটি গড়ে ওঠে। ২৫৫ রানের মাথায় জুটি ভাঙেন রোহিত কুমার। তাঁর বলে সুদীপ ঘরামির (‌৯৫ বলে ৫৩)‌ হাতে ক্যাচ দিয়ে আউট হন ভেঙ্কটেশ। পরের ওভারেই শুভম শর্মাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন শাহবাজ আমেদ। ১১৬ বলে ৬১ রান করে আউট হন। পরপর দু’‌ওভারে দলের দুই সেরা ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় মধ্যপ্রদেশ।
অষ্টম উইকেটে ৬২ রানের জুটি গড়ে দলকে জয়ের আশা দেখিয়েছিলেন আরিয়ান পাণ্ডে ও সারাংশ জৈন। সারাংশকে (‌৪৮ বলে ৩২)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন শাহবাজ আমেদ। মধ্যপ্রদেশের রান তখন ৩১৭। এক ওভার পর আরিয়ানকেও (‌৬৩ বলে ২২)‌ ফেরান শাহবাজ। এরপর কুমার কার্তিকেয়াকে (‌৬)‌ তুলে নিয়ে বাংলাকে জয় এনে দেন সামি। ৩২৬ রানে গুটিয়ে যায় মধ্যপ্রদেশ। ১০২ রানে ৩ উইকেট নেন সামি। অন্যদিকে, ৪৮ রানে ৪ উইকেট নেন শাহবাজ আমেদ। ৪৭ রানে ২ উইকেট রোহিত কুমারের।
‌‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!