Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ৭, ২০২৪

রনজির গুরুত্বপূর্ণ ম্যাচের দ্বিতীয় দিনেই কর্নাটককে চাপে ফেলল বাংলা

আরম্ভ ওয়েব ডেস্ক
রনজির গুরুত্বপূর্ণ ম্যাচের দ্বিতীয় দিনেই কর্নাটককে চাপে ফেলল বাংলা

রনজি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে দ্বিতীয় দিনেই ভাল জায়গায় বাংলা। বাংলার ৩০১ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলেছে। প্রথম ইনিংসে এগিয়ে যেতে বাংলার প্রয়োজন ৫ উইকেট। অন্যদিকে, কর্ণাটককে আরও তুলতে হবে ১৪৬ রান। যা কর্ণাটকের কাছে যথেষ্ট চাপের।

অনুস্টুপ মজুমদারের সেঞ্চুরির ওপর ভর করে প্রথম দিন ৫ উইকেটে ২৪৯ রান তুলেছিল বাংলা। দিনের শেষে শাহবাজা আমেদ ৫৪ ও ঋদ্ধিমান সাহা ৬ রানে ক্রিজে ছিলেন। এই জুটির ওপর বাংলার বড় রান নির্ভর করছিল। এদিন শুরুতেই আউট হন শাহবাজ আমেদ (৫৯)। আগের দিনের সঙ্গে মাত্র ৫ রান যোগ করেন। আবার চূড়ান্ত ব্যর্থ ঋদ্ধিমান সাহা (৬)। এদিন কোনও রান তিনি যোগ করতে পারেননি। ২৫৪ রানে ৭ উইকেট হারানোর দলকে কিছুটা এগিয়ে নিয়ে যান আমির গনি ও সুরজ সিন্ধু জয়সওয়াল। ১৬ রান করে আউট হন সুরজ। ঈশান পোড়েল করেন ৫। ১৮ রান করে আউট হন আমির গনি। ৩০১ রানে গুটিয়ে যায় বাংলা। কর্ণাটকের হয়ে বাসুকি কৌশিক ৩৮ রানে ৫ উইকেট নেন।

ব্যাট করতে নেমে সতর্কভাবে শুরু করেছিলেন কর্ণাটকের দুই ওপেনার অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল ও কিষাণ বেদারে। ৩৪ রানের মাথায় কিষাণ বেদারেকে (২৩) তুলে নিয়ে বাংলাকে প্রথম সাফল্য এনে দেন ঈশান পোড়েল। এরপর এসএস সাতরিকে (১০) ফেরান বিবেক। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটাই তাঁর অভিষেক উইকেট। অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালের স্টাম্প ছিটকে দেন সুরজ সিন্ধু জয়সওয়াল। ৭৮ বলে ১৭ রান করে আউট হন মায়াঙ্ক। পরের ওভারে মনীশ পাণ্ডেকে (০) তুলে নিয়ে কর্ণাটককে চাপে ফেলে দেন আর বিবেক।

৬৩ রানে ৪ উইকেট হারানোর পর আর স্মরন ও অভিনব মনোহর বড় জুটি গড়ার চেষ্টা করছিলেন। সেই মুহূর্তে কর্ণাটককে আবার ধাক্কা দেন সুরজ সিন্ধু জয়সওয়াল। তুলে নেন আর স্মরনকে (২৬)। স্মরন আউট হওয়ার পর কর্ণাটককে এগিয়ে নিয়ে যান অভিনব মনোহর ও শ্রেয়স গোপাল। দিনের শেষে কর্ণাটক ৫ উইকেট হারিয়ে তুলেছে ১৫৫। অভিনব মনোহর ৫০ ও শ্রেয়স গোপাল ২৩ রান করে ক্রিজে রয়েছেন। বাংলার হয়ে আর বিবেক ও সুরজ সিন্ধু জয়সওয়াল ২টি করে এবং ঈশান পোড়েল ১টি উইকেট নিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!