- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ৯, ২০২৪
কর্ণাটকের বিরুদ্ধে ৩ পয়েন্ট পেলেও কোয়ার্টার ফাইনাল নিয়ে আশঙ্কা বাংলার
এবারও কি রনজি ট্রফির শেষ আটের ছাড়পত্র মিলবে না বাংলার? গ্রুপ লিগ থেকেই কি বিদায় নিতে হবে অনুষ্টুপ মজুমদারদের? পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, বাংলার কোয়ার্টার ফাইনালের রাস্তা ক্রমেই কঠিন হচ্ছে বাংলার। কর্ণাটকের ঘরের মাঠে ৩ পয়েন্ট তুলে নিলেও লিগ টেবিলে খুব একটা ভাল জায়গায় নেই বাংলা।
বাংলার প্রথম ইনিংসে ৩০১ রানের জবাবে কর্ণাটক গুটিয়ে গিয়েছিল ২২১ রানে। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৩ পয়েন্ট নিশ্চিত করেছিল বাংলা। দেখার ছিল ৬ পয়েন্টের জন্য কর্ণাটকের সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় কিনা। তৃতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ১২৭ রান তুলেছিল বাংলা। এদিন ৫ উইকেটে ২৮৩ রান তুলে কর্ণাটকের সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। সুদীপ ঘরামি ১০১ রান করে অপরাজিত থাকেন। শাহবাজ আমেদ (১৮), অভিলিন ঘোষ (৫) রান পাননি। ঋদ্ধিমান সাহা ৬৮ রান করে অপরাজিত থাকেন।
কর্ণাটকের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৬৪। চ্যালেঞ্জ নেওয়ার মতো সময় কর্ণাটকের হাতে ছিল না। খেলা শেষ হওয়ার সময় কর্ণাটক তোলে ১১০/৩। মায়াঙ্ক আগরওয়াল (৫) দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ। শ্রেয়স গোপাল করেন ৩২। আর স্মরণ ৩৫ ও মণীশ পাণ্ডে ৩০ রানে অপরাজিত থাকেন। কর্ণাটকের দ্বিতীয় ইনিংসের তিনটি উইকেটই নেন সুরজ সিন্ধু জয়সওয়াল। ম্যাচের সেরা হয়েচেন বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার।
এলিট গ্রুপ সি–তে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে রয়েছে বাংলা। হরিয়ানা ৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। দ্বিতীয় স্থানে কেরল। তাদের ঝুলিতে ৪ ম্যাচে ১৫ পয়েন্ট। ৪ ম্যাচে ৯ পয়েন্ট করে পেছেছে মধ্যপ্রদেশ ও কর্ণাটক। মধ্যপ্রদেশ নেট রান রেটে এগিয়ে থেকে তৃতীয় স্থানে রয়েছে। চারে কর্ণাটক।
❤ Support Us