- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১২, ২০২৪
কেরালার কাছে হেরে রনজির নক আউটে ওঠার স্বপ্ন শেষ বাংলার
নক আউট পর্বে যেতে গেলে কেরলের বিরুদ্ধে জিততেই হত বাংলাকে। লড়াই করেও শেষরক্ষা হল না। কেরালার কাছে ১০৯ রানে হেরে রনজি ট্রফিতে নক আউটে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল বাংলার। জয়ের জন্য ৪৪৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে বাংলা তোলে ৩৩৯। কাজে এল না শাহবাজ আমেদের লড়াই।
কেরালা প্রথম ইনিংসে তুলেছিল ৩৬৩। জবাবে দ্বিতীয় দিনের শেষে বাংলা তুলেছিল ৮ উইকেটে ১৭২ রান। তৃতীয় দিন সাত সকালে ১৮০ রানে গুটিয়ে যায়। ২১.১ ওভার বোলিং করে ৬৮ রানে ৯ উইকেট তুলে নেন জলজ সাক্সেনা। দ্বিতীয় ইনিংসে আক্রমণাত্মক ব্যাটিং করে ৬৪.২ ওভারে ৬ উইকেটে ২৬৫ রান তুলে ডিক্লেয়ার করে দেয় কেরালা। রোহন কুন্নুম্মল ৫১, জলজ সাক্সেনা ৩৭, শচীন বেবি ৫১, অক্ষয় চন্দ্রন ৩৬ রান করেন। শ্রেয়স গোপাল ৫০ রানে অপরাজিত থাকেন। বাংলার বোলারদের মধ্যে সফল বোলার শাহবাজ আহমেদ। ৮০ রানে নেন ৩ উইকেট। অঙ্কিত মিশ্র, করণ লাল ও রণজ্যোৎ খাইরা ১টি করে উইকেট দখল করেন।
জয়ের জন্য বাংলার সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৪৯ রান। তৃতীয় দিনের শেষে বাংলা দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে তোলে ৭৭ রান। রণজ্যোৎ খাইরা ২ রানে জলজ সাক্সেনার বলে আউট হন। সুদীপ ঘরামি ৫০ বলে ৩১ রান করে সাজঘরে ফেরেন। তৃতীয় দিনের শেষে ৬১ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন অভিমন্যু। শেষ দিনে বাংলাকে জিততে গেলে ৩৭২ রান করতে হত। বলতে গেলে এককথায় অসম্ভব ছিল। কিন্তু অভিমন্যু ঈশ্বরণ (৬৫), অধিনায়ক মনোজ তেওয়ারি (৩৫), অভিষেক পোড়েল (২৮), করণ লালরা (৪০) লড়াই করেন। অন্য প্রান্তে একের পর উইকেট পড়লেও বাংলাকে এগিয়ে নিয়ে যান শাহবাজ আমেদ। ৮০ রান করে শেষ ব্যাটার হিসেবে তিনি আউট হন। ১০৪ রানে ৪ উইকেট নেন জলজ সাক্সেনা। দুই ইনিংস মিলিয়ে ১৩ উইকেট নিয়ে তিনি ম্যাচের সেরা।
এলিট গ্রুপ বি–তে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ষষ্ঠস্থানে রয়েছে বাংলা। ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বই। অন্ধ্রপ্রদেশের পয়েন্ট ২৫, রয়েছে তৃতীয় স্থানে।
❤ Support Us