- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ১৩, ২০২৪
ব্যাটিং ব্যর্থতার খেসারত দিয়ে প্রথম দিনেই চাপে বাংলা

রনজির কোয়ার্টার ফাইনালে স্বপ্ন জোরালো করতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ বাংলার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর সেই ম্যাচেই কিনা চূড়ান্ত ব্যাটিং বিপর্যয় পড়তে হল বাংলাকে। ভাগ্যিস শাহবাজ আমেদ ছিলেন। তাঁর দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করেই মান বাঁচাল বাংলা। প্রথম ইনিংসে গুটিয়ে গেল মাত্র ২২৮ রানে। জবাবে দিনের শেষে মধ্যপ্রদেশ ১ উইকেট হারিয়ে ১০৩ রান তুলে অনেকটা ভাল জায়গায়।
ইন্দোরে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলা। শুরুতেই ধাক্কা আরিয়ান পান্ডের প্রথম বলেই বোল্ড হন শুভম দে (০)। শুরুর বিপর্যয় সামলে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন সুদীপ চ্যাটার্জি ও সুদীপ ঘরামি। দ্বাদশ ওভারে জোড়া ধাক্কা। কুলবন্ত খেজরোলিয়া পরপর দু’বলে তুলে নেন সুদীপ চ্যাটার্জি (১৫) ও বিবেক কুমারকে (০)। ৩ ওভার পরে ফেরান সুদীপ ঘরামিকে (১০)। ঋত্বিক চ্যাটার্জিও (১৯) রান পাননি। ৭৯ রানে ৫ উইকেট হারায় বাংলা।
এরপর শাহবাজ আমেদ ও অধিনায়ক অনুষ্টুপ মজুমদারের হাত ধরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলা। দুজনের জুটিতে ওঠে ৯৪ রান। উইকেটে জমে যাওয়া অনুষ্টুপ মজুমদারকে (৪৪) তুলে নিয়ে বাংলাকে আবার ধাক্কা দেন কুলবন্ত খেজরোলিয়া। ঋদ্ধিমান সাহা (১০) আবার ব্যর্থ। একদিনের মেজাজে ব্যাট করে ৮০ বলে ৯২ রান করে আউট হন শাহবাজ আমেদ। তিনি আউট হতেই বাংলার বড় রানের স্বপ্ন শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ২২৮ রানে গুটিয়ে যায় বাংলার প্রথম ইনিংস। আরিয়ান পান্ডে ৪৭ রানে ও কুলবন্ত খেজরোলিয়া ৯৪ রানে ৪টি করে উইকেট নেন।
কম রানের পুঁজি নিয়ে লড়াই করতে নেমে বাংলা তাকিয়ে ছিল মহম্মদ সামির দিকে। চোট সারিয়ে প্রায় এক বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠে নেমে নিজেকে মেলে ধরতে পারেননি এই জোরে বোলার। ওপেনিং জুটিতেই ৫১ রান তুলে ফেলে মধ্যপ্রদেশ। সামি সাফল্য না পেলেও তাঁর ভাই মহম্মদ কাইফের হাত ধরেই প্রথম ধাক্কা দেয় বাংলা। কাইফ তুলে নেন হিমাংশু মন্ত্রীকে (১৩)। এরপর আর মধ্যপ্রদেশ শিবিরে কোন আঘাত আনতে পারেনি বাংলা। দিনের শেষে ১ উইকেট হারিয়ে ১০৩ রান তুলেছে মধ্যপ্রদেশ। ক্রিজে রয়েছেন শুভ্রাংশু সেনাপতি ৪৪ ও রজত পতিদার ৪১।
❤ Support Us