Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ৩, ২০২৪

অনুষ্টুপের সেঞ্চুরি সত্ত্বেও মুম্বইয়ের বিরুদ্ধে হারের মুখে বাংলা

আরম্ভ ওয়েব ডেস্ক
অনুষ্টুপের সেঞ্চুরি সত্ত্বেও মুম্বইয়ের বিরুদ্ধে হারের মুখে বাংলা

পরিকল্পনা ছিল ঘরের মাঠে মুম্বইকে হারিয়ে নক আউটের সম্ভাবনা জোরালো করা। আপাতত বাংলার সেই স্বপ্নের সলিল সমাধি হতে চলেছে। মুম্বইয়ের বিরুদ্ধে জয় তো দুরের কথা, ১ পয়েন্ট পাবে কিনাও সন্দেহ। ইডেনে রনজি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাকফুটে বাংলা। মুম্বইয়ের ৪১২ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে বাংলা গুটিয়ে গেল মাত্র ১৯৯ রানে। কুম্ভের মতো একা লড়াই করলেন অনুষ্টুপ মজুমদার। তাঁর সেঞ্চুরিতেও ফলোঅন এড়াতে পারল না বাংলা। পিছিয়ে র‌য়েছে ২১৩ রানে।
৬ উইকেটে ৩৩০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করছিল মুম্বই। অথর্ব আঙ্কোলেকর (‌৪৬)‌, তনুশ কোটিয়ান (‌৬৭)‌, মোহিত অবস্তিরা (‌০)‌ সাত সকালেই ফিরে যান। ৩৪৭ রানে নবম উইকেট হারায় বাংলা। সেখান থেকে ধবল কুলকার্নি (‌১৪)‌ ও ১১ নম্বরে ব্যাট করতে নামা রয়স্টন ডায়াস (‌অপরাজিত ৪৬)‌ মুম্বইকে ৪১২ রানে পৌঁছে দেন।  সুরজ সিন্ধু জয়সওয়াল ১২৪ রানে ৬ উইকেট নেন। মহম্মদ কাইফ ২টি, ঈশান পোড়েল ও অঙ্কিত মিশ্র ১টি করে উইকেট পান।
ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলা। ৮ ওভারের মধ্যে ১১ রানে ৩ উইকেট হারায় আউট হন সৌরভ পাল (‌০)‌, শ্রেয়াংশ ঘোষ (‌৫)‌ ও সুদীপ ঘরামি (‌৬)‌। মনোজ তিওয়ারি ও অনুষ্টুপ মজুমদার বিপর্যয় কাটিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। ৮৯ রানের মাথায় আউট হন মনোজ (‌৩৬)‌। এরপর ধস নামে বাংলার ইনিংসে। পরপর ফিরে যান অভিষেক পোড়েল (‌১৩)‌, করণ লাল (‌১৪)‌, সুরজ সিন্ধু জয়সওয়াল (‌৪)‌, মহম্মদ কাইফ (‌৮)‌, ঈশান পোড়েল (‌১)‌, অঙ্কিত মিশ্ররা (‌০)‌। মাত্র ৫৬ ওভারে ১৯৯ রানে গুটিয়ে যায় বাংলা। অনুষ্টুপ মজুমদার ১২৭ বলে ১২৮ রান করে অপরাজিত থাকেন। চলতি মরশুমে রনজিতে এটা তাঁর তৃতীয় সেঞ্চুরি। মুম্বইয়ের মোহিত অবস্থি ৬৩ রানে তিন উইকেট নেন। রয়স্টন ডায়াস ও অধিনায়ক শিবম দুবে ২টি করে উইকেট নিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!