Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১০, ২০২৪

‌জলজের ঘূর্ণিতে রনজির নক আউটের স্বপ্ন শেষের পথে বাংলার

আরম্ভ ওয়েব ডেস্ক
‌জলজের ঘূর্ণিতে রনজির নক আউটের স্বপ্ন শেষের পথে বাংলার

রনজিতে বাংলার নক আউটের সলিল–সমাধি কেরালা ম্যাচেই যে হতে চলেছে, একথা নিশ্চিতভাবেই বলা যায়। নক আউটে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে গেলে কেরালার বিরুদ্ধে পুরো পয়েন্ট পেতে হত বাংলা। আপাতত সেই সম্ভাবনা নেই বললেই চলে। তিন পয়েন্ট পাওয়াও বাংলার কাছে অসম্ভব হতে চলেছে। হেরে ফিরলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কেরালার ৩৬৩ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে বাংলার সংগ্রহ ৮ উইকেটে ১৭২। ক্রিজে রয়েছেন দুই টেলএন্ডার করণ লাল ও সুরজ সিন্ধু জয়সওয়াল। দুরন্ত বোলিং করে ৭ উইকেট তুলে নিয়েছেন জলজ সাক্সেনা।
আগের দিনের ৪ উইকেটে ২৬৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলা। শচীন বেবি ১১০ ও অক্ষয় চন্দ্রন ৭৬ রানে অপরাজিত ছিলেন। এদিন ১২৪ রান করে করম লালের বলে আউট হন শচীন। অক্ষয়ও সেঞ্চুরি পূর্ণ করেন। ১০৬ রান করে তিনি শাহবাজ আমেদের বলে আউট হন। কেরালার বাকি ব্যাটাররা বড় রান পাননি। আজহারউদ্দিন করেন ১৩, বাসিল থাম্পি করেন ২০। ৩৬৩ রানে গুটিয়ে যায় কেরালার ইনিংস। ৭৩ রানে ৪ উইকেট নেন শাহবাজ আমেদ। ৮৪ রানে ৩ উইকেট নেন অঙ্কিত মিশ্র।
বাংলার শুরুটা খুব একটা খারাপ হয়নি। চলতি মরশুমে প্রথম রনজিতে মাঠে নামা অভিমন্যু ঈশ্বরণ দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু অভিষেক ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি রণজ্যোৎ সিং খাইরা। মাত্র ৬ রান করে আউট হন। বাংলার রান তখন ৪৩। এরপর অভিমন্যুর সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান সুদীপ ঘরামি। ৩৩ রান করে জলজ সাক্সেনার বলে আউট হন তিনি। এরপরই ধস নামে বাংলার ইনিংসে। জলজ সাক্সেনার ঘূর্ণির সামনে বেসামাল হয়ে পড়ে মিডল অর্ডার। পরপর ফিরে যান মনোজ তেওয়ারি (‌৬)‌, অভিষেক পোড়েল (‌২)‌, অনুষ্টুপ মজুমদার (‌০)‌, শাহবাজ আমেদ (‌৮)। ৪৪ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে।
একসময় বাংলার রান ছিল ১৫১/‌৮। এরপর রুখে দাঁড়ান করণ লাল ও সুরজ সিন্ধু। দুজনের অসমাপ্ত জুটিতে উঠেছে ২১ রান। দুরন্ত বোলিং করে ৬৭ রানে ৭ উইকেট তুলে নিয়েছেন জলজ সাক্সেনা। এখনও ১৯১ রানে পিছিয়ে বাংলা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!