- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১৭, ২০২৩
সৌরাষ্ট্র এগিয়ে ১৪৩ রানে, স্বপ্ন থেকে ক্রমশ দূরে সরছে বাংলা

স্বপ্ন যেন ক্রমশ মরীচিকা হয়ে দাঁড়াচ্ছে বাংলার সামনে। ৩৩ বছর আগের ইতিহাস স্পর্শ করা থেকে ক্রমশ ক্রমশ দূরে সরছে বাংলা। অর্পিত ভাসভারা, শেলডন জ্যাকসন, চিরাগ জানিদের দাপটে দ্বিতীয় দিনেই রঞ্জি ফাইনালের রাশ সৌরাষ্ট্রর হাতে। বাংলার ১৭৪ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে সৌরাষ্ট্র ৫ উইকেট হারিয়ে তুলেছে ৩১৭ রান। প্রথম ইনিংসে এগিয়ে গেছে ১৪৩ রানে। হাতে এখনও ৫ উইকেট। অলৌকিক কিছু না ঘটলে বাংলার এই ম্যাচ জেতা খুব কঠিন।
২ উইকেটে ৮১ রান হাতে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল সৌরাষ্ট্র। সকালের দিকে সেভাবে জ্বলে উঠতে পারেননি মুকেশ কুমার, আকাশ দীপরা। জুটি ভাঙতে ৯ ওভার লেগে যায়। ২৬ তম ওভারে জুটি ভাঙেন মুকেশ কুমারের বলে এলবিডব্লিউ আউট হয়ে ফিরে যান হার্ভিক দেশাই। সৌরাষ্ট্রর রান তখন ১০১। এর কিছুক্ষণ পরেই চেতন সাকারিয়ার স্টাম্প ছিটকে দেন ঈশান পোড়েল। ১০৯ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় সৌরাষ্ট্র। মনে হচ্ছিল বাংলার বোলারদের দাপটে হয়তো বেশিদূর এগোতে পারবে না সৌরাষ্ট্র। কিন্তু দারুণভাবে প্রতিরোধ গড়ে তোলেন শেলডন জ্যাকসন ও অর্পিত ভাসভারা। বাংলার বোলারদের ওপর আধিপত্য দেখিয়ে জুটিতে তোলেন ৯৫ রান।
৫৮তম ওভারের শেষ বলে ঈশান পোড়েলের বলে ডিপ ফাইন লেগে প্রদীপ্ত প্রামাণিকের হাতে ক্যাচ দিয়ে আউট হন শেলডন। ১০৫ বলে ৫৯ রান করেন তিনি। এরপর সৌরাষ্ট্রকে টানেন অর্পিত ও চিরাগ জানি। চা পানের বিরতির সময় সৌরাষ্ট্রর রান ছিল ৫ উইকেটে ২৩৮। এরপর আলো কমে যাওয়ায় কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর আবার শুরু হয়। তারপরও অর্পিত ভাসাভারা ও চিরাগ জানির মনোসংযোগে ব্যাঘাত ঘটাতে পারেননি বাংলার বোলাররা। এরমধ্যেই ডিপ ফাইন লেগে ২৫ রানের মাথায় মুকেশ কুমারের বলে চিরাগ জানির সহজ ক্যাচ ফেলেন শাহবাজ আমেদ। জীবন পেয়ে অর্পিতের সঙ্গে দলকে টেনে নিয়ে যান চিরাগ। দুজনে মিলে জুটিতে তোলেন ১১৩। এই জুটিই বাংলার রঞ্জি জয়ের রাস্তায় জল ঢেলে দেন। দ্বিতীয় দিনের শেষে সৌরাষ্ট্র ৫ উইকেট হারিয়ে ৩১৭ রান তুলেছে। অর্পিত ভাসাভারা ৮১ ও চিরাগ জানি ৫৭ রান করে অপরাজিত রয়েছেন।
❤ Support Us