Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ৩০, ২০২৪

নিলামে বব ডিলানের আঁকা ছবি

আরম্ভ ওয়েব ডেস্ক
নিলামে বব ডিলানের আঁকা ছবি

১৯৬৮ থেকে ২০২৪। মাঝে কেটে গেছে প্রায় ৫৫ বছর। তখন তিনি মোটর সাইকেল দুর্ঘটনায় প্রায় গৃহবন্দী। থাকছেন উডস্টকে। লিখেছেন একের পর এক গান, যা একত্রে ‘বেসমেন্ট টেপ’ বলে খ্যাত। আর এঁকেছেন ছবি। সবচেয়ে বেশি নজর কেড়েছে একটি ছবি যেখানে রঙের উদ্ভাসিত ছটায় দেখা যাচ্ছে ষাঁড়ের বাঁকানো শিং, বো-টাই, একজোড়া চোখ। একটি টুপি পরিহিত মানুষের ছবি। লাল রঙের ব্যাবহার চোখে পড়ার মতো। কিন্তু কার ছবি এঁকেছেন তিনি? নিজের? উত্তর মেলেনি।  চিত্র বিশারদেরা  এই ছবিকে ‘বিমূর্ত’ চিত্রণের ক্যাটাগরিতেই আপাতত ফেলেছেন।
শিল্পীর নাম? বব ডিলান। পরিচয় আলাদা করে দেওয়ার দরকার নেই।

জানা যাচ্ছে, স্যান্ডি লেপান্তো নামে একজন ভদ্রমহিলার জন্য এঁকেছিলেন ছবিটি। উডস্টকের বাসিন্দা এই ডাকসাইটে সুন্দরী। ছিল ভীষণ রকম মিস্টিক বোধ। সেই অঞ্চলের রুচির চাপ পড়েছে ডিলানের আঁকা ছবিটিতে। তবে হঠাৎ কেন বা ছবি আঁকতে গেলেন তিনি? অনুমান এটা নেহাতই পারস্পরিক সাংস্কৃতিক আদান প্রদান মাত্র। মানে প্রতিভার বিনিময়ে পারিশ্রমিক রূপে প্রতিভা। ছবিটি সাক্ষাৎ বব ডিলানের আঁকা, যার প্রমাণ ছবির নীচে থাকা সই। ৫৫ বছর পরে ২০২৪ এ সেই ছবিই নিলামে উঠল ১ লক্ষ মার্কিন ডলারে। ছবিটির উদ্ধার হয়েছেস্যান্ডি লেপান্তোর প্রাক্তন স্বামীর এস্টেট থেকে ।

তবে প্রশ্ন এটাই, স্যান্ডি লেপান্তো নেশায় ছিলেন একজন জ্যোতিষী। নিজের ভাগ্য নিয়ে কি প্রশ্ন ছিল কিংবদন্তী সঙ্গীতজ্ঞের ? নাহলে একজন জ্যোতিষীর জন্য ছবি আঁকবেন কেন তিনি ? আদৌ কোনও উত্তর পেয়েছিলেন কি?


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!