- এই মুহূর্তে
- ফেব্রুয়ারি ১৮, ২০২২
এই প্রথম সাইবেরিয়ান মিউট সোয়ানের দেখা মিলল দক্ষিণ চব্বিশ পরগণায়

বিশালাকার সাইবেরিয়ান মিউট সোয়ানের দেখা মিলল দক্ষিণ চব্বিণ পরগণার রামনগর থানার আসুরালি গ্রামে৷ এতোবড়ো পাখি দেখতে ভিড় জমে যায়। শেষ পর্যন্ত অবশ্য গ্রামবাসীদের সহযোগিতাতেই পাখিটিকে উদ্ধার করে বন দফতর৷এই পাখির আদি বাস সাইবেরিয়ায়৷ ইউরোপ, এশিয়ার উত্তর অংশে দেখা মিললেও ভারতে তার দেখা পাওয়া বিরল৷
কয়েকদিন আগেই এই মিউট সোয়ান পাখিটিকে দেখা গিয়েছিল বারুইপুর এলাকায়৷ এর পর পাখিটি সেখান থেকে উড়ে গিয়েছিল৷ রাজ হাঁস প্রজাতির এই বিশালাকার পাখিটিকে বৃহস্পতিবার স্থানীয় একটি দিঘিতে দিনভর ঘোরাফেরা করতে দেখেন আসুরালি গ্রামের বাসিন্দারা৷ ছেলে-ছোকরার দল যাতে বিশালাকার পাখিটিরকোনও ক্ষতি না করে এই ভেবেই কথা ভেবেই সেটিকে ধরে বন দফতরে খবর দেন গ্রামবাসীরা৷ এর পর বন দফতরের কর্মীরা এসে পাখিটিকে উদ্ধার করে নিয়ে যান৷
বন দফতরের তরফে জানানো হয়েছে, মিউট সোয়ান পাখিটির ওজন প্রায় ১৫ কেজি৷ বন দফতরের আধিকারিকরা জানাচ্ছেন, সচরাচর এত বড় আকারের মিউট সোয়ান পাখি দেখা যায় না৷
শারীরিক পরীক্ষার পর সেটিকে নিরাপদে ছেড়ে দেওয়া হবে। বলেও বন দফতরের তরফে জানানো হয়েছে৷ এটি একটি পুরুষ মিউট সোয়ান হবে। কারণ মেয়ে পাখিগুলির ওজন হয় তুলনামূলক কম হয়৷
সাইবেরিয়া বাদে উত্তর আমেরিকাতেও মিউট সোয়ান পাখিদের দেখা মেলে৷ পরিযায়ী হিসেবে তারা মাঝে মধ্যে উত্তর আফ্রিকার বিভিন্ন অংশেও উড়ে যায়৷ কিন্তু ভারতে এই পাখির দেখা পাওয়া বিরল বলেই জানা যাচ্ছে৷ যেহেতু অন্যান্য রাজ হাঁস প্রজাতির পাখিগুলির তুলনায় এই পাখি কম ডাকাডাকি করে, তাই তাদের নাম মিউট সোয়ান৷ ১৯৮৪ সাল থেকে ডেনমার্কের জাতীয় পাখির স্বীকৃতিও পেয়েছে এই পাখিটি।
❤ Support Us