Advertisement
  • এই মুহূর্তে
  • ফেব্রুয়ারি ১৮, ২০২২

এই প্রথম সাইবেরিয়ান মিউট সোয়ানের দেখা মিলল দক্ষিণ চব্বিশ পরগণায়

আরম্ভ ওয়েব ডেস্ক
এই প্রথম সাইবেরিয়ান মিউট সোয়ানের দেখা মিলল দক্ষিণ চব্বিশ পরগণায়

বিশালাকার সাইবেরিয়ান মিউট সোয়ানের দেখা মিলল দক্ষিণ চব্বিণ পরগণার রামনগর থানার আসুরালি গ্রামে৷ এতোবড়ো পাখি দেখতে ভিড় জমে যায়। শেষ পর্যন্ত অবশ্য গ্রামবাসীদের সহযোগিতাতেই পাখিটিকে উদ্ধার করে বন দফতর৷এই পাখির আদি বাস সাইবেরিয়ায়৷ ইউরোপ, এশিয়ার উত্তর অংশে দেখা মিললেও ভারতে তার দেখা পাওয়া বিরল৷

কয়েকদিন আগেই এই মিউট সোয়ান পাখিটিকে দেখা গিয়েছিল বারুইপুর এলাকায়৷ এর পর পাখিটি সেখান থেকে উড়ে গিয়েছিল৷ রাজ হাঁস প্রজাতির এই বিশালাকার পাখিটিকে বৃহস্পতিবার স্থানীয় একটি দিঘিতে দিনভর ঘোরাফেরা করতে দেখেন আসুরালি গ্রামের বাসিন্দারা৷ ছেলে-ছোকরার দল যাতে বিশালাকার পাখিটিরকোনও ক্ষতি না করে এই ভেবেই কথা ভেবেই সেটিকে ধরে বন দফতরে খবর দেন গ্রামবাসীরা৷ এর পর বন দফতরের কর্মীরা এসে পাখিটিকে উদ্ধার করে নিয়ে যান৷

বন দফতরের তরফে জানানো হয়েছে, মিউট সোয়ান পাখিটির ওজন প্রায় ১৫ কেজি৷ বন দফতরের আধিকারিকরা জানাচ্ছেন, সচরাচর এত বড় আকারের মিউট সোয়ান পাখি দেখা যায় না৷

শারীরিক পরীক্ষার পর সেটিকে নিরাপদে ছেড়ে দেওয়া হবে। বলেও বন দফতরের তরফে জানানো হয়েছে৷ এটি একটি পুরুষ মিউট সোয়ান হবে। কারণ মেয়ে পাখিগুলির ওজন হয় তুলনামূলক কম হয়৷

সাইবেরিয়া বাদে উত্তর আমেরিকাতেও মিউট সোয়ান পাখিদের দেখা মেলে৷ পরিযায়ী হিসেবে তারা মাঝে মধ্যে উত্তর আফ্রিকার বিভিন্ন অংশেও উড়ে যায়৷ কিন্তু ভারতে এই পাখির দেখা পাওয়া বিরল বলেই জানা যাচ্ছে৷ যেহেতু অন্যান্য রাজ হাঁস প্রজাতির পাখিগুলির তুলনায় এই পাখি কম ডাকাডাকি করে, তাই তাদের নাম মিউট সোয়ান৷ ১৯৮৪ সাল থেকে ডেনমার্কের জাতীয় পাখির স্বীকৃতিও পেয়েছে এই পাখিটি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!