- দে । শ
- অক্টোবর ১৯, ২০২৪
পাটা পুজোয় রাস উৎসবের সূচনা

লক্ষ্মীপুজো না মিটতেই রাস উৎসবের সূচনা। পূর্বস্থলী ১নং ব্লকের শ্রীরামপুরে মহাসমারোহে আয়োজিত হল ‘পাটা’ পুজো। পাটা হল প্রতিমার কাঠামো। সেই কাঠামোকেই সাজিয়ে পুজোর মাধ্যমেই সূচনা হয় রাস উৎসবের।
নবদ্বীপ-শান্তিপুরের রাস উৎসবের রাজ্যজোড়া খ্যাতি থাকলেও বছর দশেক ধরে নবদ্বীপ লাগোয়া পূর্বস্থলী ১নং ব্লকের রাস উৎসবকে কেন্দ্র করে জমজমাট হয়ে ওঠে এলাকা। এই ব্লকের শ্রীরামপুর, নসরৎপুর, জাহাননগর, সমুদ্রগড় এলাকায় শতাধিক পুজো কমিটি রাস উৎসবে মেতে ওঠে। সপ্তাহব্যাপী এই জাঁকজমকপূর্ণ উৎসবে রকমারি থিমের মণ্ডপ ও প্রতিমাও দেখা যায়। এবারের রাস উৎসব কার্ত্তিক মাসের শেষে। তবে ফি-বছর কোজাগরী পূর্ণিমার পরই রাসের প্রতিমার কাঠামো ‘পাটা’ পুজোকে কেন্দ্র করে উৎসবও জমজমাট হয়ে ওঠে। এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ অর্থসাহায্য থেকে শুরু করে বিভিন্নরকম সাহায্যের ডালা নিয়ে উৎসব কমিটিগুলির পাশে দাঁড়ান।
এখানকার মধ্য শ্রীরামপুরের সূর্য সংঘের কমলেকামিনী, শিবশক্তি ক্লাবের বৈষ্ণোদেবী, বালক সংঘের দক্ষিণা কালী, আদি গঙ্গা ক্লাবের আদি গঙ্গামাতা পুজো কমিটির বিভিন্ন পুজো কমিটির পাটা পুজোগুলি উল্লেখযোগ্য। বিভিন্ন পুজোর উদ্যোক্তা শিবু সরকার, সুভাষ দেবনাথরা জানান, ‘রাস উৎসবের সূচনা হয় শাল কাঠের তৈরি কাঠামো বা ‘পাটা’ পুজোর মধ্য দিয়ে। পুরোহিত পুজো ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে উৎসবের সূচনা করেন।’ পূর্বস্থলী ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক বলেন, ‘নবদ্বীপ লাগোয়া পূর্বস্থলী ১নং ব্লকে রাস উৎসবের জাঁকজমক প্রত্যেক বছরই বাড়ছে। এখানে ছোট-বড় মিলিয়ে ১২০টি পুজো হয়। প্রচুর মানুষ এই উৎসবে শামিল হন। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ-প্রশাসন যথেষ্ট তৎপর থাকে।’
❤ Support Us