- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২৮, ২০২৩
শেষ মুহূর্তে রবির উদয়। বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন অক্ষর

শেষ আশঙ্কায় সত্যি হল। বিশ্বকাপের চূড়ান্ত ১৫ জনের দলে জায়গা হল না অক্ষর প্যাটেল। চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতের এই স্পিনার অলরাউন্ডার। অক্ষর প্যাটেলের পরিবর্তে বিশ্বকাপ দলে সুযোগ পেলেন রবিচন্দ্রন অশ্বিন। বৃহস্পতিবার সন্ধেয় আইসিসি–র পক্ষ থেকে ভারতীয় দলের পরিবর্তনের কথা ঘোষণা করা হয়েছে।
এশিয়া কাপ চলাকালীনই দলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। বলেছিলেন রবিচন্দ্রন অশ্বিনের দরজা এখনও বন্ধ হয়নি। তিনি যে ভুল বলেননি, প্রমাণ হয়ে গেল। এশিয়া কাপে অক্ষর প্যাটেল চোট পাওয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে অশ্বিনকে দেখে নিতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। প্রথম দুটি একদিনের ম্যাচে বল হাতে দারুণ পারফরমেন্স করেছিলেন অশ্বিন।
অক্ষর প্যাটেলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর রিহ্যাব চলছিল। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচের আগেও পুরোপুরি ফিট হতে পারেননি অক্ষর প্যাটেল। তাই তাঁকে নিয়ে আর ঝুঁকি নিল না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাঁর পরিবর্তে অশ্বিনকেই দলে নেওয়া হল। বিশেষজ্ঞরাও চেয়েছিলেন বিশ্বকাপ দলে অন্তত একজন অফস্পিনার রাখা হোক। সেদিক থেকে অশ্বিন কিন্তু দারুণভাবেই কাজে লাগবেন।
অশ্বিন দলে আসায় ভারতীয় স্পিন বোলিংয়ে বৈচিত্র এল। বাঁহাতি অর্থোডক্স স্পিনার রবীন্দ্র জাদেজার সঙ্গে রয়েছেন বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব। এদের সঙ্গে যুক্ত হলেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ২০১১ বিশ্বকাপে দলে ছিলেন তিনি। তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে।
ভারতের চূড়ান্ত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (সহঅধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা।
❤ Support Us